শিরোনাম: বৈরী আবহাওয়াঃ ভোটকেন্দ্রে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা

দুর্নীতি প্রতিরোধ কমিটিতে জেলা সদস্য মনোনিত হলেন লুৎফুর উজ্জ্বল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ জানুয়ারি, ২০২৪ ২:৩০ : অপরাহ্ণ 290 Views

দুর্নীতি প্রতিরোধ কমিটি,বান্দরবান এর জেলা সদস্য মনোনিত হলেন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।সংবাদ কর্মী হিসেবে এবারই প্রথম পুনর্গঠিত ১৩ সদস্যের এই কমিটি তে তিনি জেলা সদস্য হিসেবে মনোনিত হলেন।বহুল প্রকাশিত ইংরেজি জাতীয় দৈনিক দি ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার বান্দরবান করসপন্ডেন্ট হিসেবেও তিনি কর্মরত।বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো.আক্তার হোসেন সাক্ষরিত ২২৯৩ (৩০) স্মারক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।পুনর্গঠিত কমিটিতে অংচমং মারমা কে সভাপতি করা হয়েছে।অনুমোদিত এই কমিটি আগামী ৩ বছর মেয়াদকালে দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা,মে ২০১০ (মে,২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।এতে আরও বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য ১৭ (ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।রবিবার (২৮ জানুয়ারি) থেকে পুনর্গঠিত এই কমিটি দায়িত্বভার গ্রহন করবে। রবিবার (২১ই জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি,বান্দরবান এর সহযোগিতায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.সফিকুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সততা সংঘের ১৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।একই অনুষ্ঠানে পুনর্গঠিত কমিটির ১৩ সদস্যের পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।এসময় জেলা প্রশাসক পুনর্গঠিত কমিটির সকল সদস্য কে শুভেচ্ছা জানান এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ পুনর্গঠিত কমিটি এর সভাপতি অংচমং মারমা বলেন,বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের আইন ও নির্দেশনা অনুযায়ী কমিটি দুর্নীতি প্রতিরোধে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।নবীন এবং প্রবীনদের নিয়ে পুনর্গঠিত এই কমিটি দুর্নীতি প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করবে এমনটাই বিশ্বাস করি।প্রথমবারের মতো মনোনীত জেলা সদস্য লুৎফুর রহমান উজ্জ্বল বলেন,সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি।একই সাথে আমি ক্রীড়া ও শিক্ষা নিয়ে কাজ করি।তবে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে পারাটা আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা এবং একটি নতুন চ্যালেঞ্জ।প্রসঙ্গত,ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে লুৎফুর রহমান (উজ্জ্বল) সম্পাদিত সম্পাদিত প্রথম উদ্যেগ অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ২০১৪ সালে প্রকাশনায় যাত্রা শুরু করে।পরে তিনি বান্দরবান জেলা প্রশাসন কতৃক ডিজিটাল উদ্ভাবনী মেলায় লোকাল ইনোভেশন-২০১৫ মনোনিত হন এবং সম্মাননা অর্জন করেন।২০২২ সালে বান্দরবান পার্বত্য জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম ইনোভেশন হিসেবে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ এ ডিজিটাল সার্ভিস,প্রাইভেট লেভেল বিবেচনায় দ্বিতীয়বারের মতো মনোনিত হয়ে সম্মাননা অর্জন করেন।  এছাড়াও তিনি,বান্দরবানের ক্রীড়াঙ্গনে তরুন একজন ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে জেলা জুড়ে ব্যাপকভাবে পরিচিত।স্থানীয় ক্রীড়াঙ্গনের বহু টুর্নামেন্ট ও প্রতিযোগিতায় জেলার ক্রীড়াকে এগিয়ে নিতে মিডিয়া পার্টনার হিসেবেও দায়িত্ব পালন করেন।ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্নভাবে তিনি কাজ করে যাচ্ছেন।সরকারি বিভিন্ন জাতীয় দিবসে সরকারি শিশু পরিবার,দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালকে তিনি প্রতিবছর বেশকিছু প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।

কমিটির অন্যরা হলেনঃ-সভাপতি অংচমং।সহসভাপতি শিক্ষক মো.ইমান আলী ও এডভোকেট মাধবী মার্মা।সাধারন সম্পাদক লেলুং খুমি।সদস্যরা হলেন প্রভাষক সাইং সাইং উ (নিনি), দিলীপ কুমার দে (অবসরপ্রাপ্ত শিক্ষক),সংবাদকর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল),শিক্ষক উম্মে হুজাইফা মিফতা,এডভোকেট মেমাচিং চৌধুরী,অবসরপ্রাপ্ত শিক্ষক ললিত মোহন ভৌমিক, শিক্ষক ফয়জুল কবির,উন্নয়নকর্মী অংজাইউ চাক,ব্যবসায়ী মো.গিয়াস উদ্দিন।(জ্যেষ্ঠতার ক্রমানুসারে নাও হতে পারে)

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!