বান্দরবানে উৎসবমুখর পরিবেশে গণিত মেলা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২৩ ৩:০১ : পূর্বাহ্ণ 330 Views

ব্র্যাক জিআরইএসপি প্রকল্পের অধীনে শিক্ষা কর্মসূচির উদ্যোগে বান্দরবান সদর উপজেলায় বালাঘাটা বিলকিস উচ্চ বিদ্যালয় মাঠে গণিত মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা।সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়ারইএসপি ব্যবস্থাপক আতাউর রহমান।

আলোচনা সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন স্বারথী।সরকার এই লক্ষ্যে পূরনের অংশ হিসেবে গন্ডিবদ্ধ পদ্ধতি পরিবর্তন করে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি চালু করেছে।ফলে শিক্ষার্থীদের মেধা বহুগুণ বিকশিত হচ্ছে।এসময় তিনি,শিক্ষার্থীদের বেশি বেশি করে গণিত চর্চা করারও আহবান জানান।

মেলায় বান্দরবান সদর উপজেলাসহ চার উপজেলার ১৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৪ জন শিক্ষার্থীরা অংশগ্রহন করে।গণিত মেলায় প্রথম স্থান অর্জন করে বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় রুমা আবাসিক উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে সুয়ালক উচ্চ বিদ্যালয়।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,ব্র্যাক শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক মো.মোফাখখারুল ইসলাম,জেন্ডার রেসপন্সিভ এডুকেশন এন্ড স্কিলস প্রোগ্রাম ইন সিএইচটি কর্মসূচির ব্যবস্থাপক মোহা.আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এবারের গণিত মেলায় প্রথম স্থান অধিকার করে বালাকাটা বিলকিস উচ্চ বিদ্যালয়।এছাড়াও রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং সুয়ালক উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।আয়োজক সুত্রে জানা যায়,পার্বত্য চট্টগ্রামে ‘জেন্ডার রেস্পনসিভ এডুকেশন এন্ড স্কিলস ইন সিএইচটি’ কর্মসূচি গ্রহণ করে ব্র্যাক।মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে কর্মসূচির আওতায বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি করা এবং অনিয়মিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ব্রিজ কোর্সের মাধ্যমে মূল স্রোতধারায় ফিরিয়ে এনে শিখন কার্যক্রম অব্যাহত রাখা বলে জানান তিনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!