শিরোনাম: বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক

মাহে রমজানে বান্দরবান সেনা জোনের উপহার পেলো দশ মাদ্রাসা ও এতিমখানা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ মার্চ, ২০২৪ ৫:৪১ : অপরাহ্ণ 94 Views

প্রতি বছরের ন্যায় এবারও বান্দরবান সেনা জোনের উদ্যোগে সদর উপজেলা দশটি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।সোমবার (১১ই মার্চ) বিকেলে বান্দরবান সেনা জোন কর্তৃক বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান করা হয়।বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ এর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে:কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।এছাড়াও দূর-দূরান্ত থেকে আগত মাদ্রাসা ও এতিমখার প্রতিনিধিগণ এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াকর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি।এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়ায় আমাদের মূল উদ্দেশ্য।আমার বিশ্বাস আপনাদেরকে দেওয়া এই সামান্য উপহার কিছুটা হলেও মাহে রমজানের সাওম পালনে সহযোগিতা করবে।এ সময় তিনি আজকের এই সহযোগিতার পাশাপাশি আগামীতেও বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে যেকোনো দুঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।ইফতার সামগ্রীতে সর্বমোট ছয়টি উপকরণ বিতরণ করা হয়।ইফতারের সামগ্রীর মধ্যে ছোলা,মুড়ি, খেজুর,চিনি,তৈল ও মুশুর ডাল প্রদান করা হয়।বান্দরবান সদর উপজেলার অন্তর্বর্তী দশটি মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ফাতেমাতুজ যাহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা,ধোপাছড়ি হাজী হাকিম আলী খালেকিয়া মাদ্রাসা ও এতিমখানা,শামুকছড়ি গাউছে আলী শরফতিয়া মাদ্রাসা ও এতিমখানা, শামুকছড়ি বাজার জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা,কাইচতলি দারুল উলুম হেফজ ও এতিমখানা,সৈয়দ ফজলুল করিম (রা:) মাদ্রাসা ও এতিমখানা,কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা,ইসহাক চেয়ারম্যান জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা,জাবেলে নূর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা, হযরত আরবান আলী শাহ (রহ:) নূরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা এর প্রতিনিধিরা বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডারের হাত থেকে এই ইফতার সামগ্রী গ্রহণ করেন।উপরোক্ত ১০ টি মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৩৯০ জন এতিম শিক্ষার্থীদের জন্য ৩৫৪ কেজি ছোলা,২৩৪ কেজি মুড়ি, ১১২ কেজি খেজুর, ৫৬৯ কেজি চিনি, ৫৬৯ তৈল এবং ৫৬৯ কেজি ডাল বিতরণ করা হয়।রমজানের আগেই ইফতার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বান্দরবান সেনা জোন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।বান্দরবান সেনা জোন কর্তৃক আইন-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন রক্ষার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতেও এভাবে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে এবং এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানিয়েছে বান্দরবান সেনা জোন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!