বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ন চকরিয়া শেখ জামাল ক্লাব


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১১ জুন, ২০২২ ২:২৯ : পূর্বাহ্ণ 163 Views

বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় কক্সবাজার জেলার চকরিয়া শেখ জামাল ক্লাব ৪-০ গোলে চট্টগ্রাম জেলার দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।শুক্রবার (১০ জুন) বিকেলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক এএফডাব্লিউসি,পিএসসি।এসময় জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,পৌর মেয়র মো.ইসলাম বেবী,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব লক্ষীপদ দাস উপস্থিত ছিলেন।নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের শুরু থেকে দাপুটে ফুটবল ক্রীড়াশৈলী প্রদর্শন করা কক্সবাজার জেলার চকরিয়া শেখ জামাল ক্লাব।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।৩ ম্যাচ খেলে ৫ গোল করা শেখ জামালের ১০ নাম্বার জার্সিধারী নাইজেরিয়ান আইকে টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন।ফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলায় ২টি গোল করে আইকে ফাইনালের সেরা গোলদাতার পুরস্কারও অর্জন করেন।বান্দরবান জেলার কৃতী সন্তান শেখ জামাল ক্লাবের ৬ নং জার্সিধারী মো.মহিউদ্দিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।শেখ জামালের ১১ নাম্বার জার্সিধারী গাম্বিয়ান ফুটবলার শিলা ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন।এই টুর্নামেন্টে বান্দরবান জেলার একমাত্র স্থানীয় দল হিসেবে পরিচিত কিংস অব বনরুপা সুশৃঙ্খল দল হিসেবে পুরষ্কৃত হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন,আমাদের যুব সমাজকে ক্রীড়ামুখী হতে হবে। ক্রীড়ামুখী হলে যুবকরা মাদক থেকে দূরে থাকবে।যুব সমাজকে ক্রীড়ামুখী করতে হলে বেশি বেশি টুর্ণামেন্টের আয়োজন করতে হবে।এসময় তিনি আরো বলেন,বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে আর তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ক্রীড়া উন্নয়নের পাশাপাশি নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হচ্ছে।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা প্রিমিয়ারলীগের সাবেক কৃতী ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চু।এসময় লাকী কুপন বিজয়ীদেরও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

প্রসঙ্গত,বিপুলসংখ্যক দর্শক উপস্থিতি তে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রেফারির বাঁশির কয়েক মিনিটের মধ্যেই শেখ জামাল স্পোর্টিং ক্লাব ২ গোল করে চাপে ফেলে দেয় দোহাজারীর আবাহনী ক্রীড়া চক্র কে।পরে দ্রুত আরও দুটি গোল করায় ম্যাচে ফিরতে পারেনি দোহাজারীর আবাহনী ক্রীড়া চক্র।ফাইনাল খেলাটিতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থাকলেও উপস্থিত বেশিরভাগ দর্শকরা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ফাইনাল খেলা উপভোগের জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে উপস্থিত ছিলো তা খেলা শুরুর কয়েক মিনিটেই ফিকে হয়ে যায়।খেলা শুরুর পরপরই শেখ জামাল স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ডরা একের পর এক আক্রমণ করে এবং গোল আদায় করে নেয়।ফুটবল বোদ্ধারা বলছে দোহাজারীর আবাহনী ক্রীড়া চক্র অসহায় ফাইনাল খেলতে এসে অসহায় আত্মসমর্পণ করেছে।তবে এই টিমের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে খেলা নিয়ে তাদের যে পরিকল্পনা ছিলো মাঠে তা ব্যর্থ হয়েছে।তাদের খেলোয়াড়দের জন্য দিনটি তাদের পক্ষে ছিলোনা এমনটাই দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক আবাহনী ক্রীড়া চক্রের ব্যবস্থাপনার দায়িত্বশীল কর্মকর্তারা।যদিও দুটি দলই ঢাকা প্রিমিয়ারলীগের স্বনামধন্য দেশী ও বিদেশী খেলোয়াড়দের নিয়েই সেরা একাদশ সাজিয়েছিলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!