কোটা পদ্ধতির দরকার নেইঃ-(সংসদে প্রধানমন্ত্রী)


প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০১৮ ৮:১৪ : অপরাহ্ণ 635 Views

বান্দরবান অফিসঃ-সরকারি চাকরির বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না,শতভাগ মেধায় নিয়োগ দেয়া হবে।’ চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতির দরকার নেই উল্লেখ করে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,কোটা থাকলেই আবার সংস্কার। কোটা থাকারই দরকার নাই।কোটা থাকেলেই বার বার আন্দোলন হবে।ক্লাস বন্ধ, পড়াশোনা বন্ধ, সাধারণ মানুষের কষ্ট।বার বার মানুষ কষ্ট পাবে।বার বার মানুষ কষ্ট পাবে কেন?তার চেয়ে বাদ দেয়াই তো ভালো।বুধবার (১১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে প্রশ্নউত্তর পর্বে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন,অর্জিত শিক্ষা ব্যবহার হওয়ার কথা গঠনমূলক কাজে।কিন্তু এখন ব্যবহার হচ্ছে গুজব ছড়ানোর কাজে।সেদিন এক ছাত্রের মৃত্যুর গুজব ছড়ানো হলো,তখন ছাত্রীরাও হলের গেট ভেঙে বেরিয়ে আসে।সেদিন কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব কে নিতো?সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ।আমরা আন্দোলন-সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি,এতোদূর এনেছি।কিন্তু কখনো ভিসির বাড়িতে হামলা হতে পারে কেউ চিন্তাও করতে পারে না।সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।ভিসির ওপর আঘাত করতে চেয়েছে।একতলা-দোতলা সব তছনছ করে দিয়েছে। ক্যামেরা সরিয়ে নিয়ে গেছে।কতো পরিকল্পিত।এই হামলার নিন্দা জানাই,যারা এ হামলা করেছে,তারা ছাত্র বলে বিশ্বাস করি না।প্রধানমন্ত্রী জানান,ভিসির বাসভবনে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচার হবে, গোয়েন্দারা কাজ করছে।ভিসির বাড়িতে আক্রমণ সবচেয়ে ন্যাক্কারজনক।নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক কোটা ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী এ বিষয়ে বক্তব্য রাখেন।এর আগে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে আন্দোলন এখনও চলছে।প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।এদিকে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।এই পরিস্থিতিতে কোটা সংস্কার নিয়ে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী।এর আগে দুপুরে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আজ সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আছে। সেখানে এই কোটা প্রসঙ্গ চলে আসতে পারে। সেখানে দেখুন প্রধানমন্ত্রী কী বলেন।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!