দুস্থ,অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০১৮ ১:৩০ : পূর্বাহ্ণ 618 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দুস্থ,অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল সোমবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন,আমি দেশের দুস্থ,অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সুষম উন্নয়নের মাধ্যমে আমরা রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সক্ষম হব।শেখ হাসিনা বলেন,প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন নিশ্চিত করতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির তথ্যের সমন্বয়ে একটি ডাটাবেজ,সামাজিক নিরাপত্তমূলক কর্মসূচির আওতায় উপকারভোগীদের তথ্যভাণ্ডার শিরোনামে ওয়েববেইজড সফটওয়্যার তৈরি করা হয়েছে।তিনি বলেন,দ্রুত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে ই-পেমেন্ট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।২৪ ঘণ্টা শিশুদের সহায়তায় চাইল্ড হেল্প লাইন-১০৯৮ (টোল ফ্রি) সেবা চালু করা হয়েছে।সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সমন্বয় ও গতিশীল করার লক্ষ্যে ‘সামাজিক নিরাপত্তা কৌশলপত্র’ প্রণয়ন করা হয়েছে।উল্লেখ্য,প্রতিবছরের মতো দেশে এবারো ২ জানুয়ারি (মঙ্গলবার) ‘জাতীয় সমাজসেবা দিবস-২০১৮’ পালন করা হচ্ছে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী-পুরুষ নির্বিশেষ,সমাজসেবায় গড়বো দেশ’।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!