শিরোনাম: জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক কেএনএফ এর ৭ সদস্য কারাগারেঃ রুমা ছাত্রলীগ সভাপতি কে বহিষ্কার যৌথ বাহিনীর অভিযানঃ তিন উপজেলায় স্থগিত হলো ভোট

বান্দরবান জেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০১৭ ২:১৮ : পূর্বাহ্ণ 1506 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা আওয়ামীলীগে কোন গ্রুপিং নেই, গ্রুপ একটাই জননেত্রী শেখ হাসিনার গ্রুপ,জননেত্রী শেখ হাসিনা ৩০০নং আসনে যাকেই মনোনয়ন দিবে তাকেই আমরা আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতে উপহার দেব।গতকাল বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের জেলা শ্রমিকলীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এমনটাই বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় তিনি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্গম পাহাড়ের মানুষের কথা চিন্তা করেছিল বলেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে।বন্দুকের বিনিময়ে বন্দুক নয়,গুলির বিনিময়ে গুলি নয়,হত্যার বিনিময়ে হত্যা নয়,মানবতার কল্যাণে আওয়ামীলীগ সরকার।বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য এলাকার নানামুখী উন্নয়ন সাধিত হচ্ছে।বর্তমান সরকারের আন্তরিকতার কারণে বান্দরবানের দুর্গম এলাকায় এখন স্কুল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।প্রতিমন্ত্রী এসময় আরো বলেন,সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছেঁ দেয়ার পরিকল্পনা আর ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে।সরকারের এই উন্নয়নমুখী অগ্রযাত্রায় আমাদের সকলকে পাশে থাকতে হবে এবং আগামী দিনগুলোতে পার্বত্য এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
বান্দরবান জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃমুছা কোম্পানীর সভাপতিত্বে রাজার মাঠ এলাকায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃহাবিবুর রহমান সিরাজ,জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা,সহ সভাপতি শফিকুর রহমান,সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মং ক্য চিং চৌধুরী,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য ক্য সা প্রু,সদস্য থোয়াইহ্লা মং মারমা,সদস্য তিং তিং ম্যা মারমা,সদস্য মোস্তফা জামাল,সদস্য ম্রাচা খেয়াং,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,জেলা যুবলীগের আহবায়ক মোঃ হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে জনসভার পূর্বে জেলার ৭টি উপজেলার নেতাকর্মীরা এসে বণার্ঢ্য র‌্যালীতে অংশ নেয়।জনসভার শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নব কমিটির সভাপতি মোঃমুছা কোম্পানী,সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম ও মোঃরফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে নাম ঘোষনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!