প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালার উদ্বোধন করলেন জেলা প্রশাসক


অনুলেখকঃ-
লুৎফুর রহমান (উজ্জ্বল)
প্রকাশের সময় :৮ জুন, ২০২২ ৩:৩৮ : অপরাহ্ণ 415 Views

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ জুন) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বান্দরবান সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজুমং হেডম্যান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে নানা উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বহুদুর এগিয়ে গেছে।বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র্য ও ক্ষুধামুক্তি,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।এ লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে প্রয়োজনীয় বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।যারমধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রায়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কর্মসূচি,নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি,পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি অন্যতম যা প্রধানমন্ত্রীর উদ্ভাবিত বিশেষ দশটি উদ্যোগ নামে পরিচিত।উদ্ভাবনী উদ্যোগসমূহ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ গ্রহণ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার জন্য এই কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।উক্ত কর্মশালায় বান্দরবান সদর উপজেলার সকল সরকারি কার্যালয়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি,চেম্বার প্রতিনিধি,এনজিও প্রতিনিধিসহ ৫০ জন কর্মশালায় অংশগ্রহণ করছেন।অংশগ্রহণকারীরা বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগসমূহ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ গ্রহণ এবং নতুন সম্ভাবনা চিহ্নিতকরন এবং উদ্যোগসমূহের বহুল প্রচারে ৫টি গ্রুপে বিভক্ত হয়ে বিষয়সমূহ নিয়ে আলোচনাসহ করনীয় নির্ধারণ করে লিখিতভাবে প্রস্তাবিত সুপারিশ সুপারিশ তুলে ধরবে।উল্লেখ্য,প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইউনিটের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় দেশের ৬৪ জেলা ও উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ নিয়ে আয়োজিত যাবতীয় কার্যক্রম স্ব-স্ব জেলার জেলা প্রশাসকদের সার্বিক তত্ত্বাবধানে দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে।এর ধারাবাহিকতায় বান্দরবান জেলায় রুমা উপজেলার কর্মশালা ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি গত সোমবার (৬ জুন) রুমা উপজেলার কর্মশালাটির উদ্বোধন করেন।আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) রোয়াংছড়ি উপজেলায় একই বিষয়ে আরও একটি কর্মশালার আয়োজন করেছে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন।এই কর্মশালাটিও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উদ্বোধন করার কথা রয়েছে।পর্যায়ক্রমে অন্য উপজেলা গুলোতেও এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!