শিরোনাম: বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক

বান্দরবানে সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর ৩ ঘন্টা কর্মবিরতি কর্মসূচী পালিত


প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০১৭ ১১:৪৮ : অপরাহ্ণ 506 Views

মোহাম্মদ আলী (বান্দরবান জেলা প্রতিনিধি):-বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৫নভেম্বর-১৭ হইতে ৯ নভেম্বর-১৭ইং পর্যন্ত প্রতিটি জেলায় সড়ক বিভাগের সকল স্থাপনায় সকাল ১০টা হইতে দুুুুপুর ১টা পর্যন্ত ৩ঘন্টার কর্মবিরতি পালন করার কর্মসূচির অংশ হিসাবে ৫ নভেম্বর সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত বান্দরবান সড়কও জনপদ শ্রমিক ইউনিয়ন সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান করে ৩ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালণ করে। বান্দরবান সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর আঞ্চলিক সভাপতি মোঃ আব্দুল মান্নান চৌধুরী এর সভাপতিত্বে কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এসএম কামাল,শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক মিয়া,সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর ১নং যুগ্ন সম্পাদক মুফিজুল ইসলাম,শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর দপ্তর সম্পাদক বাহার আহাম্মদ মজুমদার,সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এরউপদেষ্টা সাচিং প্রু র্মামা,উপদেষ্টা মংস উং চৌধুরী,বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী নাসিম আহাম্মেদ চৌধুরী,বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী মোঃ নূর হোসে,মোঃআবু তাহের সহ বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৪৫ জন শ্রমিক কর্মচারী ৩ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালণ করে।দাবী আদায় না হলে তাদের কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১২নভেম্বর-১৭ তারিখে প্রতিটি জেলার গুরুত্পূর্ণ সড়ক/প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।১৪ নভেম্বর স্ব স্ব জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ,১৯ নভেম্বর হইতে ২৩ নভেম্বর পর্যন্ত স্ব স্ব দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি।তাদের দাবী সমূহের মধ্যে রয়েছে,জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাচাইকৃত ২৬৬৭জন ওয়ার্কচার্জ কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪৩৯২জন ওয়ার্কচার্জ কর্মচারীদিগকে শর্ত শিথিল পূর্বক পূর্বের ন্যায় কনভাটেৃড রেগুলার এর আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন/এসআরও জারী করতে হবে। ওয়ার্কচার্জ কর্মচারীদের চাকুরীর বয়স সীমা ৬০ বৎসরের স্থলে ৬২ বৎসর করতে হবে।ওয়ার্কচার্জ কর্মচারীদের মধ্যে বিনা পেনশনে যাদরে বয়স ৬০ পূর্ণ হয়েছে/মৃত্যুবরণ করেছে তাদেরকে বিভাগীয় ভাবে যথাপযুুক্ত ভাবে অনুদানের ব্যববস্থা করতে হবে।বিভিন্ন শ্রেণী/সড়ক বিভাগে কর্মরত কর্মচাীগণ কর্তৃক মহামান্য হাইকোর্ট/সুপ্রীম কোর্টে দায়েরকৃত মামলার রায়/নির্দেশনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!