জেলার সেরা এসি ল্যান্ড এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩ জুন, ২০২২ ১২:১৪ : পূর্বাহ্ণ 382 Views

বান্দরবানের থানচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ এর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, বান্দরবান জেলার আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ জুন) বান্দরবানের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শেখ ছাদেকসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় গত ৮ টি মাস চৌকস এই কর্মকর্তা রাজস্ব প্রশাসন ও সাধারণ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে জনগণের সেবায় আত্মমগ্ন ছিলেন।নতুন কর্মস্থলেও বান্দরবানের থানচিতে দায়িত্বপালনকালে সাফল্যের যে দৃষ্টান্ত প্রশাসনের তরুণ এই কর্মকর্তা যেভাবে কাজের দক্ষতা দিয়ে তৈরী করেছেন এই ধারাবাহিকতা পরবর্তী কর্মস্থলেও অব্যাহত রাখবে এটাই জেলা প্রশাসন পরিবার এর একমাত্র প্রত্যাশ।

একই অনুষ্ঠানে থানচি উপজেলার নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলামকেও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে জেলা প্রশাসন পরিবারে স্বাগত জানানো হয়।উল্লেখ্য, রাহুল চন্দ থানচি উপজেলায় বেশ কিছুদিন দক্ষতার সাথে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।গত মঙ্গলবার (৩১ মে) ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে lams.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার সেরা এসি ল্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ।সেদিন জেলা প্রশাসনের মাসিক রাজস্ব সভা শেষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবান জেলা সেরা এসি ল্যান্ড রাহুল চন্দ কে পুরস্কার,প্রশংসা পত্র এবং সম্মাননা স্বারক তুলে দেন।মেধাবী এই কর্মকর্তার পরবর্তী কর্মস্থল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা ভূমি অফিস বলে জানা গেছে।প্রসঙ্গত,গত ১০ মে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফাসহ ৩ জন উপজেলা নির্বাহী অফিসার এবং ২ জন সহকারী কমিশনার (ভূমি) পর্যায়ের কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন,বান্দরবান জেলা শাখা।এরও আগে গত ৫ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারও বদলি জনিত বিদায় সংবর্ধনা পেয়েছিলেন।এরইমধ্যে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাজিয়া আফরিন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!