বান্দরবানে ১৪শ পরিবারকে ত্রাণ দিলো সেনাবাহিনী


প্রকাশের সময় :২৬ জুন, ২০১৭ ৫:১৪ : পূর্বাহ্ণ 1647 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে পাহাড় ধস ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ ১৪শ পরিবারের মধ্যে সেনাবাহিনীর পক্ষ হতে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। রোববার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই ত্রাণ কার্যক্রমের উদ্ধোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন এএসইউ,পিএসসি।এ সময় তার সাথে সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেঃকর্নেল মশিউর রহমান,জি টু আই মেজর আবু সাইদ মোহাম্মদ মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছসহ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,সেনাবাহিনীর এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।পবিত্র ঈদের আগে গরীর ও অসহায় জনসাধারণের পাশে থেকে গরীবদের মধ্যে চাল ডাল বিতরণের জন্য তিনি এসময় সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ দেন এবং সমাজের প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায়দের পাশে দাড়াঁনোর অনুরোধ জানান।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন এএসইউ,পিএসসি বলেন,সেনাবাহিনী সদস্যরা পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।সাম্প্রতিক সময়ে বান্দরবানে বন্যায় অনেক ক্ষতি হয় আর অনেক দুস্থ পরিবার তাদের অনেক কিছু হারিয়ে ফেলে,তাই ঈদের আগে সেনাবাহিনীর পক্ষ থেকে সামান্য এই ত্রাণ প্রদান করা হচ্ছে।এসময় তিনি আরো বলেন,ভবিষৎতে যাতে বড় ধরনের কোন দুর্যোগ যাতে আমাদের আঘাত হানতে না পারে তার জন্য আমাদের সবাইকে মোকাবেলার সামর্থ্য ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।এসময় জেলা সদরের বিভিন্ন গরীব ও অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এই ত্রাণ সহায়তা গ্রহন করে।এসময় প্রতি পরিবারকে ৫ কেজি চাল,১ কেজি ডাল ও নগদ ৫’শত টাকা সাহায্য দেয়া হয়।সাম্প্রতিক সময়ে বান্দরবানে প্রবল বর্ষণ ও পাহাড় ধসে ৬ জন নিহত ও অসংখ্য বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!