শিরোনাম: জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক কেএনএফ এর ৭ সদস্য কারাগারেঃ রুমা ছাত্রলীগ সভাপতি কে বহিষ্কার যৌথ বাহিনীর অভিযানঃ তিন উপজেলায় স্থগিত হলো ভোট

পার্বত্য চট্রগ্রামে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীঃ রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:০০ : অপরাহ্ণ 269 Views

বান্দরবান এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি বলেছেন পার্বত্য চট্রগ্রামে শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে স্থীতিশীল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বহু বছর ধরে স্থানীয় জনসাধারনের শিক্ষা, চিকিৎসাসহ নানা অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকান্ড নিবিড়ভাবে সহায়তা করে যাচ্ছে।অত্র এলাকায় সেনাবাহিনীর সহায়তায় বহু শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং দুর্গম অঞ্চলের স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা যাতে জ্ঞান অর্জনের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠে সেই লক্ষ্য নিয়েই ছাত্র-ছাত্রীদের মাঝে বান্দরবান সেনা রিজিয়ন নতুন বই বিতরণের মতো এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে।আমরা চাই আমাদের সন্তানরা পড়াশোনায় থাকুক।শিশুরা যাতে নিরক্ষর না থাকুক।অভিভাবকরা মহলের প্রতি আহবান থাকবে সঠিক সময়ে বাচ্চাদের স্কুলে পাঠান। বান্দরবান সেনা রিজিয়ন সর্বাত্মক সহযোগিতা করে যাবে।তিনি আরও উল্লেখ করেন,শুধু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাতেই যেনো কোন ছাত্র-ছাত্রী ঝরে না পড়ে সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছি।আজকে বান্দরবান সেনা রিজিয়ন কলেজ পড়ুয়া একাদশ শ্রেনীর নবীন ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করছে।চলমান এই মহতী উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান জেলার সকল সম্প্রদায়ের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বারোটি সম্প্রদায়ের ৪০০ ছাত্রছাত্রীর মাঝে প্রায় ৫৬০০ টি বিভাগ অনুযায়ী নতুন বই বিতরণ করা হয়।এসময় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃকর্নেল মাহমুদুল হাসান,পিএসসি,মেজর শায়েখ উজ জামান (জিএসও-২) উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে দূরদূরান্ত হতে আগত শিক্ষার্থীবৃন্দ, অভিবাবক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,শান্তিচুক্তির পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই অঞ্চলের আপামর জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য সমস্যা,মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা,দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করা,দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় বই বিতরণ করা,দুর্গম এলাকায় পানির সমস্যায় জর্জরিত স্থানীয়দের কষ্ট লাঘবে সুপেয় পানির ব্যবস্থা করা এবং বেকার ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র কারখানা স্থাপন করে আসছে।এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে সেনা রিজিয়ন কর্তৃক দুর্গম পাহাড়ি ও কলেজ পড়ুয়া নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রয়োজনীয় বই বিতরণ এর উদ্যোগ গ্রহণ করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!