বান্দরবানে আওয়ামীলীগের গৌরবের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল


প্রকাশের সময় :২৪ জুন, ২০১৭ ১২:৫৪ : পূর্বাহ্ণ 590 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক,গণমানুষের বিশ্বস্ত ঠিকানা,বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান জেলা আওয়ামীলীগ এর নিজস্ব কার্যালয়ে গতকাল (২৩ জুন) শুক্রবার দুপুর ৩ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল টি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামীলীগ,বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর অন্যতম সহসভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি শফিকুর রহমান,বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:ইসলাম বেবী,বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ এর সিনিয়র নেতা আলহাজ্ব নুর আলী,জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ক্যাসা প্রু,মোজাম্মেল হক বাহাদুর,জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জোহরা বেগম চৌধুরী,দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ,আওয়ামীলীগ নেতা রাংলাই ম্রো প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক,বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ,শহর ছাত্রলীগ এর আহবায়ক মোঃইসমাইল সহ জেলা যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ এর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন,গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই দলটি উপমহাদেশের রাজনীতিতে গত ৬ দশকেরও বেশি সময় ধরে অবিভাজ্য ও অবিচ্ছেদ্য সত্তা হিসেবে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে।এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল।আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা।আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি।বাংলাদেশের কাদা-মাটি গায়ে মাখা খেটে খাওয়া মানুষের কাফেলা।আওয়ামী লীগ মানেই জাতির অর্জন,সমৃদ্ধি আর সম্ভাবনার স্বর্ণালি দিন।তারা আরো বলেন,অতীতের মতো বাংলাদেশের ভবিষ্যতও আওয়ামী লীগের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।৪৭-এর দেশ বিভাগ,৫২-র ভাষা আন্দোলন,৬২-র ছাত্র আন্দোলন, ৬৬-র ছয় দফা,৬৯-এর গণঅভ্যুত্থান,৭০-এর যুগান্তকারী নির্বাচন আর ১৯৭১ সালের মহান স্বাধীনতা আন্দোলন সবখানেই সরব উপস্থিতি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের।জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর বাংলাদেশ আওয়ামীলীগ একে অপরের অবিচ্ছেদ্য অংশ।এরই ধারবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জনগণের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এগিয়ে চলেছে।পরে জেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা কেকে কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।উল্লেখ্য,আলোচনা সভায় দর্শক সারিতে বসে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসময় আলোচকদের বক্তব্য শুনেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!