শিরোনাম: বৈরী আবহাওয়াঃ ভোটকেন্দ্রে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা

নাইক্ষ্যছড়িতে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ২ ইটভাটা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০২৩ ১১:০১ : অপরাহ্ণ 101 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার নেতৃত্বে ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্নস্থনে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী বিভিন্ন ধারা লংঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করার দায়ে ২টি ইটভাটাকে (বিএইচ বি ব্রিকস,এ এস বি ব্রিকস) কে ২লক্ষ করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়। অপর দিকে আইন অমান্য করে পাহাড় কাটা ও নিষিদ্ধ এলাকায় ইট ভাটা গড়ে তোলার কারণে ২টি ইট ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী,নাইক্ষ্যংছড়ি থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক শাহ আলমসহ উপজেলা প্রশাসনের কর্মচারী এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী জানান, বেআইনিভাবে গড়া উঠা প্রতিটি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে,আগামীতে ও এই অভিযান চলমান থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!