নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস


প্রকাশের সময় :২৬ মার্চ, ২০১৭ ৯:৪৬ : অপরাহ্ণ 1353 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনভর দিবসটিকে শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়।সকাল ৫.৫১মিনিটে ৩১বার তোপধ্বনির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামালের নেতৃত্বে উপজেলা প্রশাসন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ,থানা অফিসার ইনচার্জ এএইচ তৌহিদ কবিরের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ,সভাপতি রাজা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ,আহ্বায়ক ক্যউচিং চাক ও সদস্য সচিব মো:ইমরান মেম্বারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,সভাপতি নুরুল আলম কোম্পানী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিএনপি,সভাপতি শামীম ইকবাল চৌ ও সাধারণ সম্পাদক আবুল বশর নয়নের নেতৃত্বে প্রেসক্লাব,সভাপতি বদুর উল্লাহ ও উবাচিং মার্মার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ,ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,শিক্ষা প্রতিষ্ঠান।
পরে সকাল ৭.৪৫মিনিটে ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ।এরপর ধারাবাহিক ভাবে ক্রীড়া অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ ও বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সুখী সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সরওয়ার কামাল। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক,থানা অফিসার ইনচার্জ এএইচ তৌহিদ কবির,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা:মোশারফ হোসেন,এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার,হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ বশিরুল আলম,উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো:শফি উল্লাহ,যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী,আওয়ামীলীগ নেতা ডা:সিরাজুল হক,ডা: মোহাম্মদ ইসমাইল।বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার,সাবেক ছাত্রলীগ নেতা ছালামত উল্লাহ প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!