শিরোনাম: বৈরী আবহাওয়াঃ ভোটকেন্দ্রে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা

পশ্চিম ঢেমশা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও সুধী সমাবেশ


প্রকাশের সময় :৮ এপ্রিল, ২০১৮ ১১:৫৮ : অপরাহ্ণ 1318 Views

জিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার) চট্রগ্রামঃ-চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব এবং শিক্ষার মানোন্নয়নে খুবই আন্তরিক।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের বাস্তবমুখী কর্মসূচী গ্রহণের ফলে গ্রাম-শহর উভয় অঞ্চলেই স্কুলগামী শিক্ষার্থীর হার বেড়েছে।তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সাতকানিয়া-লোহাগাড়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে, যা বিগত দিনে কোন সরকারের আমলে হয়নি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ও সুখ্যাতি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে। দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করার আহ্বান জানান ড. আবু রেজা নদভী এমপি।

তিনি গত ৭ই এপ্রিল ২০১৮ইং শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি পশ্চিম ঢেমশা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার, সাতকানিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের, সাবেক চেয়ারম্যান লায়ন উসমান গণি চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ছৈয়দ মাহফুজুন্নবী খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হক মেহেদী, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এহছানুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী এটিএম রশিদ উদ্দিন ছিদ্দিকী শাহীন, মোজাহের আহমদ, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদাত হোসেন শাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলালসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের বাবু গৌতম পালিত। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার ছৈয়দ সরওয়ার আলম।

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
অধ্যাপক শাব্বির আহমদ
প্রেস সচিব, মাননীয় সাংসদ

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!