শিরোনাম: জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক কেএনএফ এর ৭ সদস্য কারাগারেঃ রুমা ছাত্রলীগ সভাপতি কে বহিষ্কার যৌথ বাহিনীর অভিযানঃ তিন উপজেলায় স্থগিত হলো ভোট

দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবানের সকল ইটভাটা মালিকদের নিয়ে আহবায়ক কমিটি গঠন


লুৎফুর রহমান উজ্জ্বল (বান্দরবান) প্রকাশের সময় :৭ জুলাই, ২০১৯ ৯:২৬ : অপরাহ্ণ 564 Views

বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবান পার্বত্য জেলার সকল ইটভাটা মালিকদের নিয়ে ইটভাটা মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবান পার্বত্য জেলার ইটভাটা মালিকদের নিয়ে প্রাথমিকভাবে ৩১ সদস্য বিশিষ্ট শক্তিশালী এই আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটি গঠন উপলক্ষে গত ১ জুলাই রোজ সোমবার দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবানের মিলনস্থল হিসেবে পরিচিত সাতকানিয়া এলাকার একটি বিলাসবহুল কমিউনিটি হলে আহবায়ক কমিটি গঠনের প্রাথমিক আলোচনায় বসেন দুই এলাকার শীর্ষ ইটভাটা মালিকরা।তাঁরই ধারাবাহিকতায় কমিটি গঠন ও করনীয় শীর্ষক বৈঠক উপলক্ষে একই কমিউনিটি হলে গতকাল শনিবার (৬ জুলাই) পুনরায় আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাতকানিয়া ইটভাটা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও আহবায়ক কমিটির করনীয় শীর্ষক বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির নবনিযুক্ত আহবায়ক আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান।আলোচনা সভায় শীর্ষ ইটভাটা মালিকদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যানকে আহবায়ক এবং এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাতকানিয়া অন্তর্গত চুড়ামনি ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মানিক কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটিতে ৫ জন ইটভাটা মালিককে যুগ্ম আহবায়ক,১ জন কে অর্থ সম্পাদক এবং ২৩ জন কে সদস্য মনোনিত করা হয়।সাতকানিয়া ইটভাটা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দিন,লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী,বান্দরবান ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ,চন্দনাঈশ ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম বাদশা,বান্দরবান ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইসলাম কে আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।অন্য দিকে সাতকানিয়া ইটভাটা মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদুল আলম কে কমিটির অর্থ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।আহবায়ক কমিটির ২৩ সদস্যরা হলেন চুড়ামনির শাহ আলম লেদু,সাতকানিয়ার শামসুল ইসলাম,লোহাগাড়ার নুরুল আলম,লোহাগাড়ার সরওয়ার আলম,চন্দনাইশের মোহাম্মদ আলী, বান্দরবান এর মোহাম্মদ মূছা,সাতকানিয়ার এরফানুর রহমান সুমন,সাতকানিয়ার মোহাম্মদ সোলেমান,লোহাগাড়ার শাহ আলম,চূড়ামনির মোরশেদুল আলম,লোহাগাড়ার মোহাম্মদ আলী,বান্দরবানের আব্দুল কাদের সওদাগর, সাতকানিয়ার হাজী এনামুল হক (১),সাতকানিয়ার হাজী এনামুল হক (২),চন্দনাঈশের নুরুল হাকিম, চন্দনাইশের আব্দুর শুক্কুর চেয়ারম্যান,চুনতির জয়নাল আবেদীন চেয়ারম্যান,চন্দনাইশের আমিন আহমদ চৌধুরী,লোহাগাড়ার নুরুল আলম বাহাদুর, সাতকানিয়ার হাজী আবু তাহের,আজিজ নগরের জসীম উদ্দীন চেয়ারম্যান,নাইক্ষংছড়ির আবু তাহের ও চন্দনাইশের মোহাম্মদ সোলেইমান।এবিষয়ে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান সিএইচটি টাইমস ডটকম কে বলেন, “ইটভাটা মালিক,শ্রমিক ও গ্রাহকদের স্বার্থসংরক্ষণ এবং সর্বোপরি বৃহৎ আকারে সমাজ ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবান পার্বত্য জেলার ১৭২ টি ইটভাটা মালিকদের সমন্বয়ে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।আমি আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এমন কল্যাণমূখী একটি সংগঠন এর সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব প্রদান করায়।আহবায়ক কমিটিকে গতিশীল করতে আমি সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি”।এসময় নবগঠিত ইটভাটা মালিক সমিতির আহবায়ক আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান আরও বলেন,সাতকানিয়া ইটভাটা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দিন,একই সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদুল আলম,বান্দরবান ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ ও একই সমিতির যুগ্ম সম্পাদক মোঃইসলাম কোম্পানির নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফল স্বরুপ উক্ত আহবায়ক কমিটি গঠন করা সম্ভব হয়েছে।সংগঠনের সকল ইটভাটা মালিকদের পক্ষ থেকে সংগঠন এর আহবায়ক হিসেবে আমি তাদের চারজনকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।এবিষয়ে নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক,বিশিষ্ট ব্যবসায়ী মোঃইসলাম কোম্পানি সিএইচটি টাইমস ডটকম কে বলেন,ইটভাটা মালিকদের আত্মমর্যাদায় অভিষিক্ত করার লক্ষ্য নিয়ে দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবান পার্বত্য জেলার বৃহৎ অঞ্চল জুড়ে থাকা ইটভাটা গুলোর মালিকদের নিয়ে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।ইটভাটা মালিকরা সমাজ ও রাষ্ট্রের দৃষ্টি তে একেকজন শুধু মুনাফালোভী ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হউক এটা আমরা কেউ চাইনা।এমন চিন্তাধারা থেকে বের হয়ে এসে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পুরন করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজন ছিলো।নবগঠিত এই আহবায়ক কমিটি সেই শুন্যতা অনেকাংশে পুরন করতে পারবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!