শিরোনাম: বৈরী আবহাওয়াঃ ভোটকেন্দ্রে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা

এবার ‘ঠাকুর শান্তি পুরস্কার’ এ ভূষিত হলেন মাননীয় প্রধানমন্ত্রী


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৭ অক্টোবর, ২০১৯ ৮:৫২ : অপরাহ্ণ 498 Views

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) নয়াদিল্লীর হোটেল তাজমহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন সংস্থাটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ।

আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এই পুরস্কার দেওয়া হয় এর আগে।

মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে অনুষ্ঠানে সম্মাননা পত্রও পাঠ করা হয়। সম্মাননা পত্রে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য এশিয়াটিক সোসাইটি তাকে ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ দিয়ে সম্মান জানাচ্ছে।’

তার আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চৌধুরী।

পুরস্কার গ্রহণ করে তা দেশবাসীকে উৎসর্গ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত।’ জনগণ তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছে বলেও এ সময় তিনি উল্লেখ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!