শিরোনাম: বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক

২০ লাখ টাকা জরিমানা,৬ মাস নিষিদ্ধ,চুক্তি থেকে বাদ সাব্বির


প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০১৮ ৯:২৭ : অপরাহ্ণ 583 Views

স্পোর্টস ডেস্কঃ-জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ড চলাকালে এক ক্ষুদে দর্শককে পেটানো এবং পরে শুনানির জন্য ডাকা হলে ম্যাচ অফিসিয়ালদের হুমকি দেয়ার অপরাধে যে সাব্বির রহমানের কঠোর শাস্তি হতে যাচ্ছিল সেটা অনুমেয়ই ছিল। আগেরদিনই জানা গিয়েছে,কঠোর শাস্তি হতে যাচ্ছে সাব্বিরের।অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হলো।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকে সাব্বিরের শাস্তির ঘোষণা দেন।সেখানেই তিনি জানান,জাতীয় দলের চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে তাকে।একই সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা এবং ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।সাব্বিরের এসব কঠোর শাস্তির জন্য ডিসিপ্লিনারি কমিটি থেকে বিসিবির কা ছে সুপারিশ করেছে বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
ডিসিপ্লিনারি কমিটি থেকে সাব্বিরের শাস্তির ব্যাপারে যে সুপারিশ বিসিবির কাছে পাঠানো হয়েছে,তার মধ্যে রয়েছে ২০ লাখ টাকা জরিমানা,৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা।একই সঙ্গে এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে বলে সুপারিশ করা হয়।ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে। শৃঙ্খলা কমিটির এসব সুপারিশ মিডিয়ার মাধ্যমে সবাইকে সভাপতি জানালেও তা পাশ হবে বিসিবির আগামী কার্যনির্বাহী কমিটির সভায়।এসব বিষয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘সাব্বিরের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে।আমাদের ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে।শুনানিও হয়েছে।আমরা ম্যাচ রেফারির রিপোর্টও পেয়েছি।ওর ব্যাপারে প্রস্তাব যেটা এসেছে সেটা হচ্ছে, আমাদের যে কেন্দ্রীয় চুক্তি আছে-সেটা থেকে ও বাদ পড়ছে।সাব্বির আমাদের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় আর থাকছে না।এমনি এখন নতুন করে হওয়ার কথা।এই চুক্তিতে সে থাকছে না।’ কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখার সঙ্গে আরও বড় শাস্তি রয়েছে সাব্বিরের।ডিসিপ্লিনারি কমিটি ২০ লাখ টাকা জরিমানার সঙ্গে ৬ মাসের ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞার প্রস্তাবও দিয়েছে।নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের ডিসিপ্লিনারি কমিটি যে সুপারিশ করেছে সেটা আপনাদের বলেছি।এখন পর্যন্ত বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত কি সেটা কিন্তু বলিনি।’ অথ্যাৎ বোর্ড চাইলে এই শাস্তির কম-বেশি করতে পারে।পাপনের অনুভব শাস্তির পরিমাণ বেশিই হয়ে যাচ্ছে।তিনি বলেন, ‘প্রস্তাবগুলো কিন্তু কম না।প্রথমত হচ্ছে,বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া।বোর্ডের চুক্তি থেকে একটা খেলোয়াড় কিন্তু অনেক টাকা পায় (সাব্বির ছিলেন বি ক্যাটাগরিতে,বেতন মাসিক ২ লাখ টাকা করে)।১৪ জন চুক্তিভুক্ত খেলোয়াড়।তারা কিন্তু ভালো টাকা পায়।এটা একটা বড় বিষয়।সঙ্গে বলেছে ২০ লাখ টাকা জরিমানা। তাকে ক্যাশ টাকা দিতে হবে।এরপর বলেছে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না।ছয় মাসের জন্য।প্রিমিয়ার লিগও খেলতে পারবে না।এটাও বড় আর্থিক ক্ষতি।এই সিদ্ধান্তই হয়ে গেছে যে,তা নয়।প্রস্তাব এসেছে আজকে। আমরা দেখেছি ডিসিপ্লিনারি কমিটি কি সিদ্ধান্ত নেয়। তবে এটা খুব কম নয়।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!