শিরোনাম: বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটে বাঘের গর্জন,বাংলাদেশের ঐতিহাসিক জয়


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :২ জুন, ২০১৯ ১১:৪০ : অপরাহ্ণ 595 Views

রুদ্ধশ্বাস,দুর্দান্ত,অপূর্ব,অসাধারণ,নান্দনিক-আর কোন বিশেষণে বিশ্লেষণ করা যায় এই বিজয়কে! বিশ্বকাপের তৃতীয় দিনে বাঘের গর্জন শুনল বিশ্ব। কেঁপে উঠল বিশ্বকাপের আসর।

বাকী ৯ দল বুঝে গেল বাংলাদেশকে নিয়ে হেলাফেলা নয়। নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল টিম টাইগার। বল হাতে স্পিনাররা ব্রেক থ্রু দেওয়ার পর বিধ্বংসী রূপে দেখা দেন দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের দেওয়া বিশাল টার্গেট তাড়া করতে নেমে বেশ ভালোই জেঁকে বসেছিলেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম। উদ্বোধনী জুটিতে এসে যায় ৪৯ রান। ঠিক তখনই ব্রেক থ্রু। মেহেদী মিরাজের বলে রান নিতে গিয়ে দুজনের ভুল বোঝাবুঝির সুযোগে উইকেটের অনেকটা পেছন থেকে সরাসরি থ্রোতে উইকেট ভাঙেন মুশফিক।

ডি কক ফিরেন ৩২ বলে ২৩ রান করে। পঞ্চশোর্ধ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন সাকিব। ৫৬ বলে ৪৫ রান করা এইডেন মার্করাম সরাসরি বোল্ড হয়ে যান সাকিবের বলে।
মেহেদী মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে যান প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৫৩ বলে ৬২ রান তুলে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই সেরা ব্যাটসম্যান। ভ্যান ডার ডাসেনকে সঙ্গী করে প্রতিরোধ গড়েন ডেভিড ‘কিলার’ মিলার। দুইবার জীবন পেয়ে ৪৩ বলে ৩৮ রান করা মিলারকে মুস্তাফিজ ফেরালে ভাঙে ৫৫ রানের জুটি। দ্বিতীয় স্পেল করতে এসেই সাইফউদ্দিন তুলে নেন ভ্যান ডার ডাসেনকে (৪১)। অল-রাউন্ডার ফেলুকায়োকে (৮) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এই তরুণ পেস অল-রাউন্ডার। তার বলে চোখ ধাঁধানো ক্যাচ নেন সাকিব আল হাসান।

এরপর আবারও মুস্তাফিজের আঘাত। তুলে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন বিপজ্জনক ক্রিস মরিস (১০)। তখনও ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখেছেন নির্ভরযোগ্য মিডল অর্ডার জেপি ডুমিনি। কিন্তু মুস্তাফিজ তো আছেন! ৩৭ বলে ৪৫ রান করা ডুমিনিকে ক্লিন বোল্ড করে ‘কাটার মাস্টার’ তৃতীয় শিকার ধরেন। ২৮৭ রানে ৮ম উইকেট হারায় প্রোটিয়ারা। বাংলাদেশ শিবিরে তখন জয়ের সুবাস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। প্রথম থেকেই হাত খুলেন সৌম্য সরকার। অন্যপ্রান্তে তামিম ছিলেন ধীরস্থির। লুঙ্গি এনগিডি এবং কাগিসো রাবাদাকে দিয়ে বোলিং ওপেন করান ফাফ ডু প্লেসিস। দুজনকেই বেদম প্রহারের শিকার হতে হয়েছে সৌম্যর কাছে। বিধ্বংসী সৌম্যর সঙ্গে তামিমের সাবলীল ব্যাটিংয়ে ৭ ওভারে টাইগারদের স্কোর ৫০ স্পর্শ করে। তরতর করে এগিয়ে যাচ্ছিল রানের চাকা। ফেলুকায়োর বল তামিমের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার কুইন্টন ডি ককের গ্লাভসে জমা নিলে তামিমের ২৯ বলে ২ চারে ১৬ রানের ইনিংস শেষ হয়। সৌম্য সরকারের সঙ্গে তার ওপেনিং জুটি হয়েছিল ৬০ রানের।

সৌম্যর সঙ্গী হন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ১২ ওভারের মধ্যে চার বোলার ব্যবহার করে ফেলেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। যার একটিই কারণ- সৌম্য সরকারের রুদ্ররূপ। ক্রিস মরিসের একটি শর্ট বলে মিস টাইমিং করে উইকেটকিপার কুইন্টন ডি ককের গ্লাভসে ক্যাচ দেন ৩০ বলে ৯ বাউন্ডারিতে ৪২ রান করা সৌম্য। দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে দেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ক্রিস মরিসকে বাউন্ডারি হাঁকিয়ে ৫৪ বলে ৫ চার ১ ছক্কায় ক্যারিয়ারের ৪৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন বিশ্বসেরা অল-রাউন্ডার। অন্যদিকে ফেলুকায়োকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের ৩৪তম হাফ সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেছেন ৫২ বল।

মাত্র ৩২ ওভারেই দুইশ ছাড়িয়ে যায় বাংলাদেশের স্কোর। ১৪২ রানের রেকর্ড জুটি অবশেষে ভাঙে সাকিবের বিদায়ে। ৮৪ বলে ৮ চার ১ ছক্কায় ৭৫ রান করে বিশ্বসেরা অল-রাউন্ডার ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে যান। মুশফিকের সঙ্গী হয়ে মোহাম্মদ মিঠুনও হাত খুলে মারতে থাকেন। তবে ২১ বলে ২১ রান করে তিনি ইমরান তাহিরের দ্বিতীয় শিকার হন। সাকিবের পর সেঞ্চুরি হয়নি মুশফিকেরও। তার ৮০ বলে ৮ বাউন্ডারিতে ৭৮ রানের ইনিংসটি থামে ফেলুকায়োর বলে ভেন ডার ডাসেনের তালুবন্দি হয়ে।

উইকেটে জুটি বাঁধেন দুই ‘মমিসিঙ্গা’ মাহমুদউল্লাহ রিয়াদ আর মোসাদ্দেক হোসেন সৈকত। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে তিনশ ছাড়িয়ে যায় বাংলাদেশের স্কোর। ৪৯তম ওভারের শেষ বলে মরিসের শিকার কহন ২০ বলে ২৬ রান করা মোসাদ্দেক। দুজনের জুটিতে এসেছে ৬৬ রান। ৩৩ বলে ৩ চার ১ ছক্কায় ৪৬ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষদিকে নেমে একটি বাউন্ডারি হাঁকান মেহেদী মিরাজ। টাইগারদের বিপক্ষে মোট ৭ বোলার ব্যবহার করেছেন ফাফ ডু প্লেসিস।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!