শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নঃ মৃত ১৫ সদস্যের পরিবার পাচ্ছে অর্থ সহায়তা


প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২২ ১২:০২ : অপরাহ্ণ 166 Views

শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে দুই বছর সময়কালে (২০২০ এবং ২১) মৃত্যুবরণকারী শ্রমিক ইউনিয়নের ১৫ সদস্যের প্রতিজনকে ৬০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে।মৃত্যুবরণকারী এসব সদস্যেদের পরিবার এই অর্থ সহায়তা গ্রহণ করবে।আগামী রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আর্থিক সহায়তা মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের হাতে তুলে দিবেন।শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর সভাপতিত্বে আয়োজিত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,বান্দরবান পৌরসভার মেয়র মো.ইসলাম বেবী,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।শৈলশোভা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান,রবিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ সহায়তা বিতরণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।এদিন শৈলশোভার নিজস্ব তহবিল থেকে মৃত্যুবরণকারী ১৫ জন সদস্যকে কে ৬০ হাজার টাকা করে সর্বমোট ৯ লক্ষ টাকা প্রদান করা হবে।তাদের পরিবারের মনোনীত পারিবারিক সদস্যরা এই অর্থ সহায়তা গ্রহণ করবেন।রবিবার সকাল ১০টায় পার্বত্য মন্ত্রীর বাসভবনে এই সহায়তা বিতরণ করা হবে এবং শৈলশোভার সবাই কে উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানাই।প্রসঙ্গত,শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার পরিবহণ শ্রমিকদের অধিকার সংরক্ষণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত,পরিবহন যাত্রীদের নিরাপদ ও কাঙ্ক্ষিত পরিবহন সেবা,করোনা মহামারীতে ইউনিয়ন অন্তভুর্ক্ত শ্রমিকদের মানবিক সহায়তা প্রদান,পরিবহন শ্রমিকদের সংকটকালে অর্থ সহায়তাসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে চট্রগ্রাম বিভাগ তথা দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবানের বৃহৎ ও প্রাচীন এই শ্রমিক সংগঠন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!