বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র শোক প্রকাশ


প্রকাশের সময় :১৪ জুন, ২০১৭ ২:০৩ : পূর্বাহ্ণ 500 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-তিন দিনের টানা বর্ষণে রাঙামাটি,বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ও গাছ চাপায় বিপুলসংখ্যক প্রানহাণি ও হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।মঙ্গলবার (১৩ জুন) এক শোক বার্তায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের প্রয়োজনীয় চিকৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।পাশাপাশি এ তিন জেলার স্থানীয় আওয়ামীলীগ নেতা,কর্মী,সমর্থকদের সাধ্যমতো দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।দুই দিনের টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে এবং গাছ চাপায় এখন পযর্ন্ত ১২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪জন সেনা সদস্য রয়েছেন।তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।সোমবার (১২ জুন) রাত থেকে মঙ্গলবার (১৩ জুন) ভোর পযর্ন্ত টানা বর্ষণে এ দুর্ঘটনা ঘটে।নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!