শিরোনাম: বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক

টিকার মজুদ বাড়ায় নিবন্ধনে মানুষের আগ্রহ বেড়েছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ জুলাই, ২০২১ ৪:৩৭ : অপরাহ্ণ 152 Views

করোনাভাইরাস প্রতিরোধে টিকার মজুদ বাড়ায় দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় করোনাভাইরাসের টিকা নিবন্ধন শুরু হওয়ার পর মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। নিবন্ধন শুরুর প্রথম তিনদিনে মোট ১০ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন; যাদের মধ্যে শুধু বৃহস্পতিবারই নিবন্ধনের সংখ্যা ছিল ছয় লাখের বেশি। টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করায় অংশগ্রহণ বেড়েছে। ডেল্টা ধরনের কারণে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ায় দেশজুড়েই টিকাপ্রত্যাশী মানুষের সংখ্যা বেড়েছে।

এদিকে দ্বিতীয় দফায় গণনিবন্ধন শুরুর পরদিনই টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের মতে এত দ্রত নিবন্ধনের পরপরই টিকা দিতে পারব এটি প্রত্যাশাই করতে পারেননি। টিকার মজুদ বাড়া এবং টিকা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর কারণে এটি সম্ভব হয়েছে। বর্তমানে দেশের সাতটি মেডিক্যাল হাসপাতালসহ ৬৭টি কেন্দ্রে টিকাকরণ কর্মসূচী চলছে। এর মধ্যে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। আর জেলা সদরগুলোতে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। ক্যোভাক্স থেকে আসা মডার্নার টিকাও দেশের সাতটি মহানগরে প্রদান করা হবে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজারের টিকা নিতে এসে মাত্র দুই মিনিটেই টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শরিফা ইসলাম। তিনি বলেন, হাসপাতালের টিকাকরণ কর্মসূচী একেবারেই গোছানো ও ছিমছাম। স্বেচ্ছাসেবী টিমও আন্তরিকভাবে কাজ করছে। কোন ভোগান্তির চিহ্ন মাত্র নেই।

বিদ্যুত কুমার চৌধুরী (২০) নামের চাঁপাইনবাবগঞ্জের যুবক বুধবার সকালে সদরের গ্লোরি কম্পিউটারে গিয়ে বাবা-মায়ের জন্য নিবন্ধন করেছেন। বিদ্যুতের মতো অনেকেই নিজেদের পরিচিতদের যাদের বয়স ৩৫ বছরের বেশি রয়েছে তারা টিকার নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে গত ২৬ জানুয়ারি অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য নিবন্ধন শুরু হয়। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার সরকার টিকা রফতানি বন্ধ করে দেয়। অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে মে মাসের প্রথম সপ্তাহে নিবন্ধন বন্ধ করে দেয়া হয়। বন্ধের আগ পর্যন্ত ৭২ লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেন। অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ২৭ ডোজ করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

প্রথম দফায় অগ্রাধিকার তালিকা ছাড়া ৪০ বছরের বেশি বয়সীরা শুধু নিবন্ধন করতে পেরেছিলেন। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের এর্ধগতির মধ্যে এবার সরকার টিকা দিতে সাধারণের বয়সসীমা ৩৫-এ নামিয়ে এনেছে। এর ফলে ৩৫ বছর বয়সের বেশি সবাই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

গত দুইমাস গণনিবন্ধন বন্ধ থাকলেও জুনে মেডিক্যাল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় নিবন্ধন চালু করা হয়। কোভ্যাক্স থেকে ফাইজার ও মর্ডানার এবং চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম চালান এলে বুধবার দ্বিতীয় দফায় টিকা নিবন্ধন শুরু হয়। এর মধ্যে বিশেষ অগ্রাধিকার হিসেব বয়সসীমার শর্ত শিথিল করে বিদেশগামী কর্মীদের এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা করা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুক্রবার বেলা আড়াইটা পর্যন্তুমোট ৮৩ লাখ ৭৮ হাজার ৪৬৭ জন নিবন্ধন করেছেন।

মঙ্গলবার পর্যন্ত নিবন্ধনের সংখ্যা ছিল ৭২ লাখ ৯৩ হাজার ২৫৮ জন। এরমধ্যে তিনদিনে নিবন্ধন করেছে ১০ লাখ ৮৫ হাজার ২০৯ জনের।

অধিদফতর জানিয়েছে, এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ২৭ ডোজ টিকাদানের মধ্যে প্রথম ডোজ হিসেবে অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার ৫৮ লাখ ২০ হাজার ২৩টি, ফাইজার-বায়োএনটেকের ৯ হাজার ৭৭৩টি এবং সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ৬৭৬টি ডোজ দেয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৩ হাজার ৮৩২ জন।

এদিকে সংক্রমণের উর্ধগতির মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে। এ পর্যন্ত ১৫ হাজার ৭৯২ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। জুন থেকে করোনাভাইরাসের ডেল্টা ধরন দেশে প্রাধান্য বিস্তার করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পরিসংখ্যানে বলেছে, দেশের সীমান্তবর্তী জেলাগুলোয় নতুন করে বাড়তে থাকা সংক্রমণ ছড়িয়ে পড়েছে পুরো দেশে।

গত কয়েকদিন ধরে নতুন শনাক্ত এবং মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হচ্ছে। এমন পরিস্থিতিতে সবার মধ্যে টিকা নিতে আগ্রহ দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!