পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১৫ জুলাই, ২০১৯ ১১:০৫ : অপরাহ্ণ 718 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায় এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণপদ চাকমা প্রমুখ।আলোচনা সভার প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সদিচ্ছায় পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়েছে।ভূমি সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ এবং চুক্তির পূর্ণবাস্তবায়নে কাজ এগিয়ে চলছে।সাথে সাথে পার্বত্য অঞ্চলের দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে।পার্বত্যবাসীর জীবনমানের যখনই দ্রুত উন্নতি ঘটছে তখনই একটি গোষ্ঠী বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার সূত্রপাত করার চেষ্টা করছে,যা কোনভাবেই বরদাস্ত করা হবে না।মন্ত্রী সমস্যা সমাধানে আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে একটি উন্নত সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানান।বীর বাহাদুর উশৈসিং এম,পি আরো বলেন,জাতির পিতা শেখ মুজিবুর রহমান পার্বত্য অঞ্চলের অগ্রাধিকারমূলক পরিকল্পিত উন্নয়নের রূপরেখা প্রণনয় ও বাস্তবায়নের আগেই তাকে হত্যা করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নকে শুধু এগিয়েই নেননি,তা বাস্তবায়ন করে পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে এনেছেন।যার ধারাবাহিকতা রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা।অনুষ্ঠানে দেশী বিদেশী বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এসময় আলোচনা সভার প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি মন্ত্রনালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন।উল্লেখ্য,দীর্ঘ ২ যুগের সশস্ত্র সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।উল্লেখ্য,দীর্ঘ ২ যুগের সশস্ত্র সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!