শিরোনাম: বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক কেএনএফ এর ৭ সদস্য কারাগারেঃ রুমা ছাত্রলীগ সভাপতি কে বহিষ্কার যৌথ বাহিনীর অভিযানঃ তিন উপজেলায় স্থগিত হলো ভোট প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত রুমার দুর্গম মুনলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে এক কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী নিহত ব্যাংক ডাকাতির ঘটনায় আর দুইজন রিমান্ডে বান্দরবানে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের আহবান জানালো বিভিন্ন জনগোষ্ঠীর নেতারা

জাহিদ এফ সরদার সাদীর প্রতিবাদ,সাচিং প্রু জেরীকে বান্দরবান বিএনপি’র রাজা বলেছিঃ-(জাহিদ এফ সরদার সাদী)


প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০১৭ ৫:৩৩ : পূর্বাহ্ণ 875 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ এর বিএনপি রাজনীতিতে বান্দরবানের একজন বিএনপি নেতা সাচিং প্রু জেরী কে চিনেনা এমন মানুষ খুজেঁ পাওয়া বিরল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক দূত যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জাহিদ এফ সরদার সাদী।প্রসঙ্গক্রমে তিনি সিএইচটি টাইমস ডটকমকে এক টেলিফোন বার্তায় আরও বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেদিন কক্সবাজার রোহিঙ্গা উদ্বাস্তুদের দেখতে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিলেন তখন কেরানিহাট নামক স্থানে সাচিং প্রু জেরী এই ৭০ বছর বয়সে এসেও নেত্রীর অপেক্ষায় যেভাবে নারী পুরুষদের নিয়ে নেত্রীকে স্বাগত জানাতে দাড়িয়েছিল তা দেখে বুকটা গর্বে ভরে গিয়েছিলো।আবেগ অনুভূতির জায়গা থেকে সাচিং প্রু জেরী কে কি নামে সম্ভোধন করবো বুঝতে পারছিলাম না,পরে লিখেছিলাম রাজা দাড়িয়ে আছে দেশনেত্রীর অপেক্ষায়।আর এইক্ষেত্রে আমি রাজা বান্দরবান জেলার বোমাং সার্কেলের রাজা হিসেবে সম্ভোধন করিনি,আমি মূলত বলতে চেয়েছি বান্দরবানের বিএনপি রাজনীতির রাজা সাচিং প্রু জেরী।এটা নিয়ে জল ঘোলা করার কিছু আছে বলে আমি মনে করিনা।আমি ভালো করেই জানি সাচিং প্রু জেরী বোমাং রাজপুত্র।যার স্বর্গীয় পিতা মিঃঅংশৈ প্রু চৌধুরী ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,মহান স্বাধীনতার ঘোষক,আমাদের প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী।এই ঐতিহাসিক তথ্য গুলো যুগের পর যুগ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে ঐতিহাসিক কারণেই।সাচিং প্রু জেরী কে রাজা সম্ভোধন করে দেয়া আমার পোষ্ট নিয়ে যারা জল ঘোলা করছেন মূলত তাঁরা কারা আমি বাংলাদেশে না থাকলেও ভালো করেই জানি।এইজন্য পার্বত্য জেলা বান্দরবান এর রাজনীতি নিয়ে আমাকে পিএইচডি করতে হবেনা।সাচিং প্রু জেরী বান্দরবান বিএনপির রাজা এটা অস্বীকার করার কি আছে।আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সাচিং জেরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সম্পদ।দল পাগল একটা মানুষের অবস্থান কে খাটো করতে গিয়ে যারা জাহিদ এফ সরদার সাদীর বক্তব্য কে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছেন তাদের এই অপতৎপরতা কে আমি ধীক্কার জানাই।আমি তীব্র নিন্দা জানাচ্ছি তাদের প্রতি যারা আমার সাথে কোনও রকমের যোগাযোগ না করেই তাদের নিজেদের মতো করে মনগড়া একটা সংবাদ প্রকাশ করে দিলো।পরিশেষে আমি আবারও বলবো, “চিত্তে শিহরণ জাগায় জনতার ঢল,মানবের এ স্রোত যেন বিজয়ে অটল”।দলীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আজকে যারা আমার ফেসবুক স্ক্রিনশট দিয়ে নিউজ করাচ্ছেন তাদের প্রতি আমার শুভকামনা থাকলো।এদিকে জাহিদ এফ সরদার সাদীর বক্তব্য কে স্বাগত জানিয়েছে বান্দরবানের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা।তাদের বক্তব্য,দলের দুঃসময়ে বিগত দশটি বছর বান্দরবান জেলায় বিএনপি কে যিনি নিজের সন্তানের চেয়ে বেশী মায়া মমতা দিয়ে আগলে রেখেছেন সেই সাচিং প্রু জেরী তো বান্দরবান জেলা বিএনপির রাজনীতিতে জলের বানে ভেসে আসেনি।যুক্তরাষ্ট্র বিএনপি নেতা তাঁর ফেসবুকে যা বলেছেন একান্তই তাঁর ব্যাক্তিগত অভিমত কারণ সাচিং প্রু জেরীই তো বান্দরবান বিএনপি রাজনীতিতে অলিখিত রাজা।সত্য কোনও না কোনওভাবে প্রকাশ হয়।যুক্তরাষ্ট্র বিএনপি নেতার বক্তব্য সামান্য একটি উদাহরণ মাত্র।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!