ছোট জামাকাপড় পরলেই সেটা ‘বোল্ড’ হয়ে যায় না…!!!


প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০১৭ ৭:৩৩ : পূর্বাহ্ণ 1195 Views

বিনোদন ডেস্কঃ-অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।এই অভিনেত্রী বরাবরই খোলামেলা উপস্থিতি দিয়ে দর্শকের নজর কাড়েন।থাকেন আলোচনায়। বিশেষ করে ‘বোল্ড সিন’গুলোতে অভিনয় করতে স্বস্তিকার জুড়ি নেই!গেল দূর্গা পূজায় স্বস্তিকা অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ প্রকাশের পর সেই প্রমাণ পাওয়া গেল আরও একবার।ছবিটি রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে টালিগঞ্জে।সেখানে স্বস্তিকার চরিত্র ছিল ‘উমা বৌদি’।এখন স্বস্তিকাকে সবাই ‘বৌদি’ বলেই সম্বোধন করছেন।এই চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে।কেউ কেউ এটা নিয়ে আবার ঘোর সমালোচনা করছেন।ওইসব সমালোচকদের পাত্তাই দিচ্ছেন না এই অভিনেত্রী।জবাবে স্বস্তিকা কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, ‘ছোট জামাকাপড় পরলেই সেটা ‘বোল্ড’ হয়ে যায় না!চুমু খেলেই জাত যায় না।অভিনয়ের জন্য চুমু খাওয়া ব্যাপার না।এটা তেমন জটিল কিছু নয়।’ শাকিব খানের বিপরীতে ২০১০ সালে ‘সবার উপর তুমি’ ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা।এই নায়িকা আরো বলেন, ‘একটা ছবি যখন প্রাপ্তবয়স্কদের জন্য বানানো হয় তখন কোনো বিশেষ চরিত্র নয়,গোটা সিনেমাটাই বোল্ড হয়,জামাকাপড় বা ডায়ালগেও।’ তিনি আরও বলেন, ‘দুপুর ঠাকুরপো’ করার সময় একটাই কথা আমাদের মাথায় ছিল এটা যেন স্লিজি না হয়।মানে ভীষণ আপত্তি থাকবে বা বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলা যাবে না তা নয়।এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা থাকতে হবে।সেটাই আছে পুরোপুরি।’ ‘বোল্ড’ শব্দটা আসলে কী? স্বস্তিকার ভাষ্য, ‘আমার ‘বোল্ড’ শব্দটা নিয়ে আপত্তি রয়েছে।বিশেষ করে কলকাতার প্রেক্ষাপটে এই শব্দটার আসল মানে কি সেটা বোঝা মুসকিল।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!