বান্দরবানে জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৫ : অপরাহ্ণ 99 Views

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) জিওবি খাতের আওতায় বান্দরবান জেলা তথ্য অফিস এর উদ্যোগে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) তারিখ কুহালং ইউনিয়নের ডলুপাড়ায় অনুষ্ঠিত উক্ত কমিউনিটি সভায় অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি,কারবারী ও পাড়াকর্মীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে বান্দরবান জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মিজানুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা শিশু,কিশোর-কিশোরী ও স্থানীয় অভিভাবকদের উদ্দেশ্যে ডেঙ্গু প্রতিরোধ,নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ,শিশুকে মাতৃদুগ্ধ দান,শিশু ও নারীর অধিকার,শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন,শিক্ষা,নারীর ক্ষমতায়ন,নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ,শিশুর পানিতে ডুবা প্রতিরোধ,পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা,জেন্ডার সমতা,নিরাপদ মাতৃত্ব,শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ,পরিষ্কার পরিচ্ছন্নতা,ডেঙ্গু প্রতিরোধ,নিরাপদ সড়ক ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!