শিরোনাম: জাতির পিতার জন্মবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল বান্দরবানে জেলা পুলিশ আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন জাতির পিতার জন্মবার্ষিকীতে শাক্যমিত্র অরন্য বৌদ্ধবিহার অনাথালয়ে মানবিক সহায়তা প্রদান করলো বান্দরবান সেনা জোন সুয়ালকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুপ্রবেশঃ বিজিবি স্কুলে আশ্রয় পেলো মিয়ানমারের ১৭৭ সীমান্তরক্ষীর মাহে রমজানে বান্দরবান সেনা জোনের উপহার পেলো দশ মাদ্রাসা ও এতিমখানা বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে মাহে রমজানের উপহার বিতরন রেংমিটচ্য ভাষা রক্ষায় দুর্গম ক্রাংসি পাড়ায় সেনাবাহিনী স্থাপন করলো ভাষা শিক্ষা কেন্দ্র

না ফেরার দেশে পৌর মেয়র মো.ইসলাম বেবী


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২৩ ১০:৪৮ : পূর্বাহ্ণ 170 Views

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী (৬৯) চট্টগ্রাম এর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এর আগে ১৩ এপ্রিল রাতে তিনি শরীরে জ্বর অনুভব করেন।শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আই সি ইউ তে ভর্তি করানো হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে বান্দরবান জেলা আওয়ামী লীগ এর এই বর্ষিয়ান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনে মেয়র মো.ইসলাম বেবী বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।এছাড়াও বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।টানা দুটি পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগ এর সমর্থনে মেয়র নির্বাচিত হন।এছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন।

এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বান্দরবান শহরের কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!