বান্দরবানে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ,আলোচনা সভা


প্রকাশের সময় :৩ অক্টোবর, ২০১৭ ৪:১১ : পূর্বাহ্ণ 507 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“শিশু পেলে অধিকার,খুলবে নতুন বিশ্বদ্বার” এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে গতকাল সোমবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বান্দরবান জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে শিশু সমাবেশ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডাঃঅংশৈ প্রু চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি-ডিএসবি) ভূঁইয়া মাহাবুব হাসান,নেজারত ডেপুটি কালেক্টর আলীনুর খান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি সহ বিভিন্ন শিশু সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ,তাই শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বেড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান হতে হবে।পড়াশোনা কে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে প্রতিটি শিশুকে তাদের মানসিক জ্ঞান বৃদ্ধি ও মেধা বিকাশের জন্য খেলাধূলা সহ বিভিন্ন সামাজিক বিষয় এরসঙ্গে যাতে তাঁরা সংযুক্ত হতে পারে সেই জন্য তাদের উৎসাহ দিতে হবে।অভিবাবক হিসেবে সবসময় শিশুর মানবিক চাহিদা গুলো পুরনে প্রতিটি অভিবাবক কে সদা তৎপর থাকতে হবে।শিশুরা যাতে সুন্দর একটি পরিবেশে বেড়ে উঠতে পারে তা নিয়ে অভিবাবকের পাশাপাশি আমাদের সকলকে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হতে হবে।উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালন করা হয়,এই দিবসের মধ্য দিয়ে শুরু হয় শিশু অধিকার সপ্তাহ।আগামী ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী সারাদেশে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!