শিরোনাম: বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক কেএনএফ এর ৭ সদস্য কারাগারেঃ রুমা ছাত্রলীগ সভাপতি কে বহিষ্কার যৌথ বাহিনীর অভিযানঃ তিন উপজেলায় স্থগিত হলো ভোট প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত রুমার দুর্গম মুনলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে এক কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী নিহত ব্যাংক ডাকাতির ঘটনায় আর দুইজন রিমান্ডে বান্দরবানে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের আহবান জানালো বিভিন্ন জনগোষ্ঠীর নেতারা

পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও আদর্শিক বঙ্গবন্ধু চিরভাস্বর-(সাফিয়া খাতুন)


প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০১৮ ৯:০৬ : অপরাহ্ণ 613 Views

জিহানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টার,চট্টগ্রামঃ-কেন্দ্রীয় মহিলা আওয়ামলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতিসত্ত্বার মহানায়ক। স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও আদর্শিক বঙ্গবন্ধু চিরভাস্বর। বঙ্গবন্ধু শুধু বাঙালীর মহানায়ক নয় বঙ্গবন্ধু সমগ্র বিশ্বের এক কালজয়ী নেতা হিসেবে সমাদৃত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করে আমাদের জাতিরজনক হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। শেখ হাসিনার সরকারকে নারীবান্ধব আখ্যায়িত করে বলেন, যতবারই এ সরকার ক্ষমতায় এসেছে ততবারই নারীদেরকে উপযুক্ত মূল্যায়ন করে নারীকে তার যোগ্যতার আসনে অধিষ্ঠিত করেছে। সরকার ও প্রশাসনের সকল স্তরে নারীদেরকে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই নারীদেরকে ঘরে জিম্মি করাসহ সকল প্রকার ন্যায়সঙ্গত সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় এনে গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটানোসহ বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে।
তিনি আজ ২৯ আগস্ট ২০১৮ ইং বুধবার সকাল ১১টায় সাতকানিয়া ছদাহা টাইম ক্যাফে কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের স্মরণে আলোচনা সভা, শোক র‌্যালী, দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র সহধর্মীনি মিসেস রিজিয়া রেজা চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন রোকসানা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণ সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা,সদস্য সাবিহা মূসা এমপি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, সদস্য রেহেনা ফেরদৌস।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!