শিরোনাম: জাতির পিতার জন্মবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল বান্দরবানে জেলা পুলিশ আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন জাতির পিতার জন্মবার্ষিকীতে শাক্যমিত্র অরন্য বৌদ্ধবিহার অনাথালয়ে মানবিক সহায়তা প্রদান করলো বান্দরবান সেনা জোন সুয়ালকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুপ্রবেশঃ বিজিবি স্কুলে আশ্রয় পেলো মিয়ানমারের ১৭৭ সীমান্তরক্ষীর মাহে রমজানে বান্দরবান সেনা জোনের উপহার পেলো দশ মাদ্রাসা ও এতিমখানা বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে মাহে রমজানের উপহার বিতরন রেংমিটচ্য ভাষা রক্ষায় দুর্গম ক্রাংসি পাড়ায় সেনাবাহিনী স্থাপন করলো ভাষা শিক্ষা কেন্দ্র

শেখ কামাল যুব গেমসঃ বিভাগীয় পর্বের ফুটবল ইভেন্টে বান্দরবানের প্রতিপক্ষ লক্ষীপুর


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :১৫ জানুয়ারি, ২০২৩ ৯:১৩ : অপরাহ্ণ 639 Views

‘বুকে হাত রেখে,বিজয়ের বেশে ছুঁয়ে দেব আসমান’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বি.ও.এ) আয়োজিত শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্ব শুরু হচ্ছে সোমবার (১৬ জানুয়ারি)।এরই অংশ হিসেবে বিভাগীয় পর্বের ফুটবল ইভেন্টে মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফেনী ভাষা সৈনিক শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বান্দরবান ফুটবল দল (তরুণ ও তরুণী) মাঠে নামবে।বিভাগীয় পর্বের এই খেলায় বান্দরবানের প্রতিপক্ষ লক্ষীপুর জেলা।নকআউট পর্বের দুটি খেলায় সকাল ১১ টা ৪০ মিনিটে লক্ষীপুর জেলার তরুনদের মুখোমুখি হবে বান্দরবান এর তরুণরা।অন্যদিকে ১২ টা ৫০ মিনিটে একই জেলার তরুনীদের মুখোমুখি হবে বান্দরবান এর তরুনীরা।ফুটবল ইভেন্টিতে ভালো ফলাফল নিশ্চিত করতে বান্দরবান এর খেলোয়াড়রা ব্যাপক প্র্যাকটিসে ছিলেন বলে জানিয়েছেন ফুটবল দলটির কোচ বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক তারকা অধিনায়ক ও বর্তমান কোচ অসিম বড়ুয়া।তিনি জানান,স্বল্প সময়ের প্রস্তুতি সত্বেও আমার খেলোয়াড়রা ভালো ফল নিশ্চিত করতে প্র্যাকটিসে ছিলো।ওয়ার্মআপেও তারা বেশ তৎপর ছিলো।আশাকরি মঙ্গলবার আমরা একটা ভালো খেলা উপহার দিতে পারবো এবং নকআউট পর্বের বাধাটি অতিক্রম করতে পারবো।ফুটবল দলের প্রস্তুতি কেমন হলো জানতে চাইলে বান্দরবান ফুটবল দলের ম্যানেজার ও জেলা ক্রীড়া সংস্থা এর নির্বাহী সদস্য রুপন কুমার দত্ত জানান,আমরা ভালো ফলের জন্য আশাবাদী।দলের প্রতিটি সদস্য মানসিকভাবে জয় ছিনিয়ে আনতে লক্ষ্য স্থির করেছে।যে কারনে ছেলেমেয়েরা মাঠে প্রস্তুতির অংশ হিসেবে পরিশ্রমও করছে।বান্দরবান এর ৭ উপজেলার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও পরিশ্রমী খেলোয়াড়দের নিয়ে বান্দরবানের টিমটি গঠন করা হয়েছে উল্লেখ করে রুপন কুমার দত্ত বলেন,এই টিমের খেলোয়াড়রা একদিন শুধু বান্দরবান জেলা নয় জাতীয় পর্যায়েও বান্দরবান জেলা কে প্রতিনিধিত্ব করবে এমনটাই আমরা বিশ্বাস করি।এসময় তিনি জেলার খেলোয়াড়দের জন্য দোয়াও চেয়েছেন।প্রসঙ্গত,সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রুপন কুমার দত্তের নেতৃত্বে ৩৪ সদস্যের ফুটবল দল ফেনীর উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন।বান্দরবান ফুটবল দলের কোচ হিসেবে অসিম বড়ুয়া দায়িত্ব পালন করবেন।দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্বে আছেন ছোটন দাশ।এদিকে বান্দরবান জেলা হ্যান্ডবল (তরুন) দলের খেলোয়াড় কর্মকর্তারা রবিবার চট্রগ্রামের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করেছে।এম.এ.আজিজ স্টেডিয়ামে ফেনী জেলাকে মোকাবেলা করবে বান্দরবান জেলার হ্যান্ডবল ইভেন্টের খেলোয়াড়রা।

উল্লেখ্য,এ আসরে চট্টগ্রাম বিভাগের উদীয়মান যুব ক্রীড়াবিদরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।এর আগে ২০১৮ সালে প্রথমবার যুব গেমস সফলভাবে আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।গত আসরে ২১টি ডিসিপ্লিনে প্রায় ৫০ হাজার ক্রীড়াবিদ,প্রশিক্ষক ও সংগঠক অংশ নিয়েছিলেন।এবার আরও তিনটি সাইক্লিং রাগবি ও জিমন্যাস্টিকস ডিসিপ্লিন অন্তর্ভুক্ত হয়েছে।মোট ২৪টি ডিসিপ্লিনে ৫০ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।এই প্রতিযোগিতায় ২০০৬ সালের পর জন্মগ্রহণ করা অনূর্ধ্ব-১৭ বাংলাদেশের সকল তরুণ-তরুণীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!