ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের জন্য নিরাপত্তা সুবিধাসহ সব ধরনের প্রস্তুতি


প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০১৭ ৮:৩০ : অপরাহ্ণ 630 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের জন্য নিরাপত্তা সুবিধাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।একই সাথে জেলায় পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলতে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের উপ অধিনায়ক মেজর শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, পৌর মেয়র মো.ইসলাম বেবী প্রমুখ।এছাড়া সভায় সাংবাদিক ছাড়াও হোটেল মোটেল মালিক সমিতি, পরিবহন সমিতিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় জেলা প্রশাসক জানান,প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধসসহ নানা কারণে এবার পর্যটকদের আগমন কমে গেছে।পাহাড় ধস অনেকের মধ্যে ভীতির সৃষ্টি করেছে কিন্তু বান্দরবানে অন্যান্য এলাকার মত পরিস্থিতি হয়নি।সড়ক যোগাযোগ রাস্তা,পর্যটন স্পট সবকিছু ভাল রয়েছে বরং বেড়াতে আসা পর্যটকদের জন্য বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের ঘুরে বেড়াতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখা হবে।এদিকে বান্দরবানের পর্যটন শিল্পকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য সবার কাছে থেকে মুক্ত মতামত গ্রহণ করা হয় এবং পর্যটকদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।উল্লেখ্য গত জুলাই ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানে পাহাড় ধসে ৫ জন নিহত ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পরে।এরপর থেকে পর্যটকদের আগমন কমে যায় এই জেলায়।তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!