বান্দরবানে ৫ দিনব্যাপী বির্তক উৎসবের উদ্বোধন


প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০১৮ ১:০৫ : পূর্বাহ্ণ 535 Views

বান্দরবান অফিসঃ-“যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ,মুক্ত হোক বিবেক” এই স্লোগানকে সমানে রেখে-বান্দরবানে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বির্তক উৎসব।গতকাল রোববার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলানায়তনে বির্তক উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে ৫দিন ব্যাপী বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের সভাপতি আহসানুল আলম রুমু’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর,জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিনারুল হক, ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর উপদেষ্টা শামসুল ইসলাম,তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ।বিতর্ক উৎসবে মডারেটর হিসেব ছিলেন,মিহির রঞ্জন বড়ুয়া এবং বিচারকের দায়িত্বে ছিলেন,বান্দরবান সরকারী কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃজাহাঙ্গীর আলম,বাংলাদেশ বেতার বান্দরবান আঞ্চলিক কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক মো:মোকছেদ হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো:শাহ সাইফুল সনেট।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআমিনুর রহমান প্রামানিক,দিলীপ কুমার নাথ,বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের সাধারণ সম্পাদক মো:এন.এ জাকির,সদস্য মো. ইমরান উদ্দিন বাবু,শিমুল দাশ,আরিফুল ইসলাম,জিকু,আবু তৈয়ব,সোহেল রানা,শাহিন,মো.সিফাতসহ বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বির্তকপ্রেমীরা।প্রথম দিনের এই বির্তক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে অংশগ্রহণ করেন রেইছা উচ্চ বিদ্যালয়।আজকের বিষয় নির্ধারন করা হয় জিপিএ ৫ পাওয়ার আকাঙ্খাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়।শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তোলার জন্য বির্তকের গুরত্ব অপরীসীম।যুক্তি তর্কে-বির্তকের মাধ্যমে একজন শিক্ষার্থী তার জীবনকে সঠিক রুপে প্রতিষ্ঠা করতে অগ্রনী ভূমিকা পালন করে।সুন্দর জীবন গঠনে আগামী প্রজন্মকে সঠিক যুক্তির জীবন গঠনের জন্য তর্কবির্তক অতীব গুরত্বপূর্ণ।বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে ৫দিন ব্যাপী বির্তক উৎসবে এসব কথা বলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।এসময় তিনি আরো বলেন,বর্তমানে দেশ শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে।দেশের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।শিক্ষার মানোন্নয়নে সরকার বিনামুল্যে বৎসরের প্রথম কার্য দিবসে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিচ্ছে। যা অন্য কোন সরকারের আমলে বাংলাদেশের মানুষ কল্পনাই করতে পারেনি।শিক্ষা ক্ষেত্রে সরকার যে অবদান রেখে চলেছে তা দেশের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে।সুশিক্ষাই জাতিকে শিক্ষিত করা ও শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তোলার জন্য বির্তক ও সাহিত্য বিষয়ক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।এসময় তিনি বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের এধরণে আয়োজন করার জন্য ধন্যবাদ প্রদান করেন এবং আগামীতে এই দ্বারা অব্যহত রাখার আহ্বান জানান।এবারের বির্তক উৎসবে সিনিয়র গ্রুপে ৪টি কলেজ দল ও জুনিয়র গ্রুপে ১৪টি বিদ্যালয় দল অংশ গ্রহন করছে।আগামী ১২ এপ্রিল বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনিস্টিটিউটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার সমাপ্ত করবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!