লোকাল ট্রাক-মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ৬ষ্ঠ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ জানুয়ারি, ২০২৩ ১:০৯ : পূর্বাহ্ণ 95 Views

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,একটি সমিতিকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে একটি দক্ষ নেতৃত্বের প্রয়োজন।সুনেতৃত্ব দেয়ার ক্ষমতা থাকলে অবশ্যই একটি সমিতি বহু মানুষের স্বপ্নের কাঙ্খিত ঠিকানা হিসেবে সমাদৃত হবে।সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের বিপদ আপদে বন্ধু হিসেবে একজনকে আরেকজন এর পাশে দাড়াতে হবে।সহযোগিতার মনোভাবাপন্ন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

বান্দরবান লোকাল ট্রাক-মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ৬ষ্ঠ বার্ষিক সাধারন সভা”২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।শুক্রবার (১৩ জানুয়ারি) অরুন সারকি টাউনহলে অভিষেক ও সাধারন সভাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন,পর্যটন এর শহর বান্দরবান।এই শহরের সৌন্দর্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে।শহরে যানবাহন এর শৃঙ্খলা ফেরাতে আধুনিক বাস টার্মিনাল নির্মান করা হয়েছে।এসময় মন্ত্রী বীর বাহাদুর,নবগঠিত কমিটিকে তাদের গতিশীল নেতৃত্বে সমিতি এর কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার আহবান জানান।পাশাপাশি সমিতির যেকোনও প্রয়োজনে পাশে দাঁড়াবেন বলে আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান মন্ত্রী বীর বাহাদুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল ট্রাক- মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি অমল কান্তি দাশ।বান্দরবান এর পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,পৌরমেয়র মো.ইসলাম বেবী,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান মন্ত্রী বীর বাহাদুর।সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি দাশ।উল্লেখ্য,২০১৭ সালে বান্দরবানে এই মালিক সমবায় সমিতি লিঃ এর যাত্রা শুরু হয়।বর্তমানে এই সমিতি তে নিবন্ধিত সদস্য ও শেয়ার হোল্ডার রয়েছে চারশো পঞ্চান্ন জন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!