

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে ৭ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।গতকাল ৯ জুন শনিবার সন্ধ্যা আট ঘটিকায় বান্দরবান কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন রাস্তা থেকে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।এই সময় তাদের হাত থেকে ৭ বোতল ফেনসিডিল ও একটি ধারালো ছুড়ি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন বান্দরবান ইসলামপুর এলাকার ৯ নং ওর্য়াডের মো:রিপন (৩২),পিতা:মৃত সৈয়দ নুর,মাতাঃ-জরিনা খুতুন,সাতকানিয়া থানার পশ্চিম মৈশামৈরা গ্রামের রিপন বিশ্বাস (৩৮) পিতা : সোনা বিশ্বাস (৭৫) ,মাতা: মাধুরী বিশ্বাস (৬৫)।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় বান্দরবান থানার এসআই বিকাশ রুদ্রের নেতৃতে অভিযান চালিয়ে একটি ধারালো ছুরি সহ তাদের হাতে নাতে আটক করে বান্দরবান ডিবি পুলিশ।এই সময় ডিবি পুলিশ জানান,মসজিদ মার্কেটের চাউল ব্যাবসায়ী মো: রিপন চাউল ব্যাবসায় অগোচরে র্দীঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল।আর তাকে সাহায্য করছিল বান্দরবান পূর্রবী হোটেলের কর্মচারী রিপন বিশ্বাস।নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনা করা হলে তাদের হাতে নাতে আটক করা হয়।আসামীদের গ্রেফতারের পর বান্দরবান থানায় সোর্পদ করা হয়েছে।এদিকে রিপনের রাজনৈতিক গডফাদারদেরও আইনের আওতায় আনার দাবী জানিয়েছে বান্দরবান এর জনসাধারণ।রিপন রাজনৈতিকভাবে বান্দরবান জেলা যুবদলের জেলা পর্যায়ের নেতা।মূলত মাদক ব্যবসা নির্বিঘ্ন করতেই তাঁর এই রাজনৈতিক সম্পৃক্ততা।উল্লেখ্য,মাত্র কয়দিন আগে জেলা গোয়েন্দা পুলিশ রিপনের বাল্য বন্ধু ও আরেক যুবদল নেতা সোহাগ কে ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছিলো।