প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারঃ বান্দরবানে রিক্সা পেলো ২০ অসচ্ছল ব্যাক্তি


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৩ ২:৪১ : অপরাহ্ণ 163 Views

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কারনে পার্বত্য বান্দরবানের জেলা সদর সহ সকল উপজেলায় শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা সহ দুর্গম অঞ্চলে বসবাসকারী জনসাধারণ কে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল,কলেজ প্রতিষ্ঠা করেছেন।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে এখন প্রত্যন্ত অঞ্চলের কৃষিজাত পণ্য পরিবহনে সহজ হয়েছে।জেলার খাদ্য চাহিদা পূরণ করে কৃষিজাত পণ্য এখন অন্যান্য জেলাতেও পাঠানো হচ্ছে।যেখানে বিদ্যুৎ ছিলো না সেখানে এই সরকারের আমলে দুর্গম এলাকা এখন সোলারের আলোয় আলোকিত হয়েছে।এর একমাত্র অবদান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদৃষ্টি নেতৃত্ব ও পার্বত্য অঞ্চলের জনসাধারণের প্রতি ভালোবাসা।

বান্দরবানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গরিব অসচ্ছলদের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।শুক্রবার (২৮ শে জুলাই) সকালে বান্দরবানের রাজার মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর যৌথ আয়োজনে ২০ জন গরিব ও অসচ্ছলদের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো এস সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার,সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়ায়ুর রহমান,বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আবদুর রহিম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান,একেএম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাস,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.সামসুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এসময় অসচ্ছল ব্যক্তিদের প্রদানকৃত রিক্সার ফ্রী লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর দায়িত্ব নেন এবং বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম এর পক্ষ হতে আরো দুইজন অসচ্ছল ব্যক্তিকে রিক্সা উপহার হিসেবে প্রদানের কথা জানান।এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলরদের সম্মিলিত ভাবে সমাজে অসচ্ছল ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনহিতকর কর্মকাণ্ড পরিচালনায় এগিয়ে আসতে আহ্বান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!