নতুন বই পেয়ে খুশি ডনবস্কো প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২২ ১১:১৩ : অপরাহ্ণ 328 Views

কোমলমতি শিশুদের সুশিক্ষিত করতে বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য কর্মসূচি বলে মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।ইংরেজি নববর্ষের প্রথমদিনে মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে এমনটাই বলেছেন তিনি।শনিবার (১ ডিসেম্বর) বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি আরও বলেন,সমতলের ন্যায় পাহাড়ের শিক্ষার্থীরাও যাতে সমান তালে শিক্ষা লাভ করতে পারে এবং এগিয়ে যেতে পারে সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো.শফিউল আলম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.ইলিয়াসসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি দুইশ কোমলমতি শিক্ষার্থী কে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেন। এদিকে একই দিন সকালে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!