বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে শীতবস্ত্র এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) বান্দরবানের আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাস মাঠে বান্দরবান সেনা রিজিয়ন এর সার্বিক তত্বাবধানে এবং আলীকদম সেনা জোন এর ব্যবস্থাপনায় স্থানীয় জনসাধারণের মাঝে শীতবস্ত্র এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
এসময় স্থানীয় বসবাসকারী ৩৫০ জনের মাঝে কম্বল,১৩০ জন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা,কলম,শীতবস্ত্র, সুয়েটার সহ খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩১ বীর আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান,আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের তত্বাবধায়ক ইয়োংলক ম্রো,সেনা রিজিয়ন ও আলীকদম জোনের উর্ধতন সেনা কর্মকর্তা,শিক্ষক, ছাত্রছাত্রী বৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ।
এসময় পার্বত্যাঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে সেনাবাহিনী সর্বদাই পাশে ছিল,আছে এবং থাকবে।দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে অসহায় মানুষদের আর্থসামাজিক উন্নয়নে সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানান বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার।