শিরোনাম: ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা শীতার্থদের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত বান্দরবানের প্রাচীন বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম কমিউনিটি বান্দরবান হিল রানার্স খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জিংক ধান বিষয়ে কৃষকদের মাঝে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত


প্রকাশের সময় :২০ ফেব্রুয়ারি, ২০১৮ ৮:২৪ : অপরাহ্ণ 1500 Views

চট্রগ্রাম প্রতিনিধিঃ-চট্টগ্রাম সাতকানিয়া বাজালিয়া এলাকায় উন্নত মানের জিংক ধান বিষয়ে কৃষকদের মাঝে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।হারভেষ্ট প্লাস সহযোগীতায় প্রকাশ গণ উন্নয়ন কেন্দ্র (পি জি ইউ কে) বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে মাঠ পর্যায়ের কৃষকগণ।জিংক ধানের বৈশিষ্ট্য ও উপকারিতা নিয়ে কৃষকদের মাঝে বক্তব্য প্রদান করেন (পি জি ইউ কে) নির্বাহী পরিচালক আ.শ.ম. আমানুর হাসান তাইমুর,পি.জি.ইউ.কে এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জ্বসাই উ মার্মা।গতকাল বিকাল ৪টার বাজালিয়া বাজারের মনসুর গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া চট্রগ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ। প্রধান অতিথি বলেন,বিষেশ এই প্রথম আবিস্কার হয় জিংক ধান।যা ফলনে ভালো ও লাভ জনক।আর গ্রাম বাংলার প্রতিটি মাঠে চাষাবাদ হয় এই ধান। বর্তমানে যুগ পাল্টাচ্ছে আর তৈরি হচ্ছে নানা রকম প্রযুক্তি।সময়ের সাথে তাল মিলিয়ে তাই কৃষদেরও এগিয়ে যেতে হবে কৃষি প্রযুক্তিতে।উন্নত মানের ধান চাষাবাদের মাধ্যমে তাদের ও জীবন যাত্রার মান পাল্টাতে হবে,যাতে স্বল্প সময়ে,স্বল্প খরচে,অধিক ফসল পাওয়া যায় আর তার জন্য জিংক প্রজাতির ধানটি অনান্য ধানের চেয়ে আলাদা,এর গুণগত মান ভাল হওয়ার কারনে কৃষরা এই জিংক প্রজাতির ধান চাষে আগ্রহী হয়ে উঠছে।কৃষি কর্মকর্তা আরো জানান যে,সাধারন ধানের চেয়ে এই জিংক প্রজাতির ধানে দ্বিগুন ফসল পাওয়া যায় এবং এর রোগ বালায় কম হওয়ার সহজে ফসল ও নষ্ট হয়না। অনুষ্ঠানে মুক্ত আলোচনার মাধ্যমে কৃষকরা তাদরে সকল সমস্য তুলে ধরেন এবং সমাধানের উপায় ও জেনে নেন।কৃষকরা আশা করেন আবহাওয়া সুষ্ঠু থাকলে এই বছর তারা ভাল ফসল পাবেন, প্রশিক্ষণার্থী কৃষকরা বলেন,জিংক ধান রোপন করার পর নতুন ধান হিসেবে ভালো ফলন পাব বলে আশা রাখি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!