শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে আন্তরিক সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার আবদুর রহমান


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২৫ ১১:৪৭ : অপরাহ্ণ 64 Views

বান্দরবান জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদুর রহমান।শনিবার (২৯ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।দায়িত্ব গ্রহনের পরপরই সোশ্যাল মিডিয়ায় এসপি বান্দরবান ফেসবুক প্রোফাইল থেকে বান্দরবান জেলাবাসীর প্রতি একটি বার্তা দিয়েছেন।এতে তিনি উল্লেখ করেন,পাহাড়ি এই জনপদের পুলিশি সেবা নিশ্চিতকল্পে আমি ও আমার সকল অফিসার্স-ফোর্স সর্বান্তকরণে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করছি।পুলিশ সুপারের সাক্ষাৎ পেতে আমার পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।অফিস চলাকালীন পুলিশি সেবা ও আইনগত পরামর্শ গ্রহণে নির্দ্বিধায় কথা বলতে/দেখা করতে পারবেন।অফিসের কাজে পুলিশ সুপারের মোবাইল নম্বর সব সময় আপনাদের সেবায় উন্মুক্ত থাকবে।পার্বত্য বান্দরবান জেলার শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।জানা যায় ইতিপূর্বে বান্দরবানের নবাগত পুলিশ সুপার আবদুর রহমান পিবিআইতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।উল্লেখ্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকে ঘিরে সারাদেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদে রদবদল করেছে সরকার।গত বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।তারই অংশ হিসেবে চট্টগ্রামের ১১ জেলায় পুলিশ সুপারও দেশের বিভিন্ন জেলায় বদলি হয়েছেন।একইসাথে জেলাগুলোতে নতুন পুলিশ সুপারদের যুক্ত করা হয়।এদিকে,বদলিজনিত বিদায় উপলক্ষ্যে শনিবার (২৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী গার্ড অব অনার গ্রহন করেছেন বিদায়ী পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।এছাড়াও তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সাথে বিদায়বেলায় সৌজন্যে সাক্ষাৎ করেন এবং কর্মরত থাকাকালীন সময়ের আন্তরিক সহযোগিতার বিষয়ে স্মৃতিচারণ করেন।ভোলা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন বান্দরবান থেকে বিদায় নেয়া পুলিশ সুপার মো.শহিদুল্লাহ্ কাওসার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর