নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের চার গুপ্তচরকে আটক


প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৫২ : অপরাহ্ণ 928 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্ক:-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের চার গুপ্তচরকে আটক করেছে ৩১ ব্যাটালিয়ন বিজিবির একটি দল। আটকরা হলো-মিয়ানমারের আমতলী গ্রামের মৃত নজির আহমদের ছেলে জাফর আলম (৪৫),মো.নুরে আলমের ছেলে আজমল হোসেন (৪০),ইউসুফ আলীর ছেলে মো.কালু মিয়া (৬০) ও বলীবাজার এলাকার তাজমন্নুর ছেলে আনোয়ার হোসেন (৪০)।এর মধ্যে মঙ্গলবার রাতে ঘুমধুম থেকে তিনজন ও বুধবার বিকালে নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজনকে আটক করা হয়।আটককৃতরা একে অপরের সাথে যোগাযোগ থাকায় কৌশল অবলম্বনের মাধ্যমে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।জানা গেছে,সীমান্তের ফুলতলি ঢেকিবুনিয়া সীমান্তের ৪৮নং পিলারের কাছে সন্দেহজনক ঘুরাফিরা করার সময় এদের আটক করে বিজিবি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের অভ্যন্তরে বর্ডার গার্ড বিজিবির বিভিন্ন তথ্য মিয়ানমারের বিজিপির নিকট পাচার করতো বলে তথ্য প্রমাণ মিলেছে।আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল আনোয়ারুল আযীম বলেন,ওই চার রোহিঙ্গা নাগরিক মিয়ানমারের পক্ষে গুপ্ত চরের কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়া গেছে।তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বান্দরবানে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর