এই মাত্র পাওয়া :

তাজিন আহমেদ ছিলেন যেন বিষাদের রাজকন্যা …!!!


প্রকাশের সময় :২৩ মে, ২০১৮ ২:২৯ : পূর্বাহ্ণ 1081 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ।আর কখনো হাসবেন না চোখ বুজে আসা সেই হাসি।তার চঞ্চলতা মাখা বাক্যালাপে মুগ্ধতাও ছড়াবে না আর। অভিনয় নিয়ে কখনোই আর দর্শকের মনে দোলা দেবেন না তিনি।এ যাত্রা তার,চিরতরে।মাত্র ৪৩ বছর বয়সেই নিভে গেল প্রাণোচ্ছ্বল এই অভিনেত্রীর জীবন প্রদীপ।

তবে তাজিন থেকে যাবেন ভক্তদের মনে। তার স্মৃতিগুলো থেকে যাবে প্রিয়জনদের অন্তরে।ঠিক তেমনটাই যেন প্রমাণ দিতে চাইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।তাজিনের মৃত্যুর পর থেকেেই ফেসবুকে দেখা যাচ্ছে তাকে নিয়ে,তার স্মৃতি নিয়ে,তার সঙ্গে ছবি পোস্ট করে,তার বিদেহি আত্মার শান্তি কামনা করে স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই।ফেসবুক যেন হয়ে গেছে তাজিন হারানো শোকবই।আর সেইসব শোক বানীতে তাজিনের কাছের মানুষরা আক্ষেপ করলেন তার শেষ জীবনের একাকীত্ব আর বিষাদময় দিনগুলোর জন্য।এইসব লেখা পড়ে পড়ে মনে হয়, তাজিন আহমেদ বুঝি বিষাদেরই রাজকন্যা ছিলেন।

অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান লিখেছেন, ‘অভিনেত্রী তাজিন আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।(হার্ট ফেইলর থেকে ম্যাসিভ কার্ডিয়াক এটাক ) ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

অভিনেত্রী শাহনাজ খুশি তাজিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তাজিন! কোনভাবেই বিশ্বাস করতে পারছি না!এমন করে সব শেষ হয়ে গেল? এই তো সেদিন, সর্বশেষ বিদেশীপাড়ার শুটিং সেটে সারাদিন কত কথা হলো!!!!!! আমি মনযোগ দিয়ে শুনেছি তোর সব কথা। মনের সাথে, সময়ের সাথে অনেক কষ্ট করেছিস শেষদিন গুলো। যেখানে গেলি, সেখানে যেন শান্তি হয়! এভাবেই সব উজ্জ্বল তারা গুলি একদিন আলোহীন ফানুস হয়ে মিলিয়ে যাবে দূর আকাশে……….!’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‌‘সব এখন স্মৃতি….এভাবেই হারিয়ে গেলে তাজিন আপু……ভালো থেকো ওপারে…..আমরা আসলে তোমার জন্য কিছুই করতে পারিনি……’

জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ লিখেছেন, ‘জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ এর অকাল মৃত্যুতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ গভীর শোক প্রকাশ করছে। সংগঠনের সভাপতি জনাব চয়ন ইসলাম এবং সাধারণ সম্পাদক আসলাম শিহির এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।। মহান আল্লাহতালা তাঁকে জান্নাত নসিব করুন। আমিন।’

এই অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করে নির্মাতা মাসুদ সেজান লিখেছেন, ‘এইতো সেদিন, কি জীবন্ত ছবি। আহা, আমাদের যৎসামান্য জীবন! তাজিন, তোমার এই অকস্মাৎ মৃত্যুতে আমি এতটা অবাক হয়েছি, কত কিছুই বলার আছে, অথচ আমি নির্বাক… যেখানেই যাও, এবার একটু ভালো থাকো…’

প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা তাজিন আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই মিষ্টি হাসিটা তাজিন আর হাসবে না.. ও চলে গেছে আমাদের ছেড়ে.. হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরদিনের জন্যে চলে গেছে তাজিন.. ভালো থেকো তাজিন…..’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, ‘এ কী দুঃসংবাদ শুনলাম। স্রষ্ঠা আপনার আত্মাকে শান্তি দান করুন অভিনেত্রী তাজিন….’

নির্মাতা চয়নিক চৌধুরী লিখেছেন, ‘তাজিন আহমেদ আর নেই। এমন কী কথা ছিলো। আমার প্রচার হওয়া প্রথম নাটক ‘এক জীবন’র অভিনেত্রী।’

অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‌‘তাজিন আপু..আহারে তাজিন আপু! এবার শান্তি হোক,আত্মার শান্তি হোক।’

চিত্রনায়ক কায়েস আরজু লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। ইন্নালিল্লাহ …..রাজিউন।’

চিত্রনায়ক সিয়াম লিখেছেন, ‘আমাদের প্রিয় তাজিন আহমেদ আপু আর নেই। তার বিদেহি আত্মার শান্তি কামনা করছি….’

অভিনেত্রী নাবিলা ইসলাম লিখেছেন, ‘অভিনেত্রী তাজিন আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন । ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।।।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর