এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাঙামাটির নানিয়াচর থানায় ৬ হত্যাকাণ্ডের ঘটনায় ২ অভিযোগ দাখিল


প্রকাশের সময় :৯ মে, ২০১৮ ১১:৩৫ : অপরাহ্ণ 788 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চলতি বছরের ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমা এবং ৪ মে ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় দু’টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।বুধবার (৯ মে) বিকেলে নানিয়ারচর থানায় অভিযোগ দু’টি দায়ের করা হয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পুলিশ অভিযোগগুলো মামলা হিসেবে নথিভুক্ত করেনি বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে,শক্তিমান চাকমা হত্যকাণ্ডে প্রতিপক্ষের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রূপম চাকমা নামে এক ব্যক্তি।ওই অভিযোগে ইউপিডিএফ প্রধান প্রসীত বিকাশ খীসা ও দলটির সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাকে প্রধান অভিযুক্ত করা হয়।একইদিন ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যার ঘটনায় প্রতিপক্ষের ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অর্চিন চাকমা।এখানেও ইউপিডিএফ প্রধান প্রসীত বিকাশ খীসা ও দলটির সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাকে প্রধান অভিযুক্ত করা হয়।

 

উল্লেখ্য,বৃহস্পতিবার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে শক্তিমান চাকমা নিহত হন।এসময় গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা রূপম চাকমা।অপরদিকে,গত শুক্রবার (৪ মে) দুপুরে শক্তিমান চাকমার শেষকৃত্যে যোগদান শেষে খাগড়াছড়ি ফেরার পথে নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।এতে নিহত হন তপন জ্যোতি বর্মা সহ পাঁচজন।এসময় আরও নয়জন গুলিবিদ্ধ হন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!