বান্দরবানে ৯৯৯ হেল্পডেক্স সেবা নিশ্চিত করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০১৭ ১০:১৩ : অপরাহ্ণ 1511 Views

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-জাতীয় পর্যায়ে সর্বস্তরের জনগনের জন্য মোবাইল ফোনভিত্তিক হেল্পডেক্স সেবা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো:মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন-অর-রশীদ।এসময় সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,ডেপুটি সিভিল সার্জন ডা: অং সুই প্রু,জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেনু দাস,আলী নুর,মো:আজিজুর রহমান,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রফিকউল্লাহসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্ধরা। সভায় বক্তারা জানান,৯৯৯ জরুরি সেবা হচ্ছে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি উদ্যোগ।যে কোন মোবাইল থেকে এই নম্বরে সম্পূর্ণ টোল ফি কল করে বাংলাদেশের নাগরিকেরা ফায়ার সার্ভিস,পুলিশ সাহায্য ও এম্বুলেন্স সেবা পাবেন।এই নম্বরে কল করে জনগন বিভিন্ন সেবা পাবেন।এসময় আয়োজকেরা জানান,এই পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৪ লক্ষ জনসাধারণ এই ৯৯৯ নম্বরে ফোন করে জরুরী সেবা পেয়েছে এবং আগামীতে ও এই সেবার মান আরো বাড়ানো হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!