শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

লামার গজালিয়ায় ত্রিপুরা সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৮ মার্চ, ২০১৮ ৮:৪৮ : অপরাহ্ণ 1591 Views

বান্দরবান অফিসঃ-প্রশাসনকে সাথে নিয়ে স্থানীয় জনসাধারণ সহ শক্ত হাতে পাহাড়ে সকল সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করা হবে।শান্তিচুক্তির সময় সকল অস্ত্র সরকারের কাছে জমা দেয়ার পরেও কেন পাহাড়ে অস্ত্র থাকবে?পাহাড়ি বাঙ্গালী ঐক্য হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে প্রয়োজনে লাঠি হাতে তুলে নিতে হবে।উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য ৩ জেলা।আওয়ামী লীগ সরকার পাহাড়ে শিক্ষা প্রসারে ৩ পার্বত্য জেলায় আরো ২১৮টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে কাজ করে যাচ্ছে। প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সরকার ৩ জেলায় ৫৬৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। শুধুমাত্র লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে চলতি বছরে ১২৯ কোটি টাকার উন্নয়ন কাজ,এলজিইডি বিভাগের ৭২ কোটি টাকা সহ আরো ১৯টি মন্ত্রণালয়ের কয়েক শত কোটি টাকার উন্নয়ন কাজ শেষ ও চলমান রয়েছে।এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে দরিদ্র ও অসহায় ১১টি নৃ-গোষ্ঠি জনসাধারণের ভাগ্য উন্নয়নে দেড় একর করে মিশ্র ফলের বাগান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের আকিরাম পাড়াস্থ বিশাল ত্রিপুরা সমাবেশে এইসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বুধবার (২৮ মার্চ) বেলা ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত লামার গজালিয়া ইউনিয়নে আকিরাম পাড়ায় এক বিশাল ত্রিপুরা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপি মেম্বার ইলিশা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।উক্ত ত্রিপুরা সমাবেশে সমগ্র বান্দরবান জেলার ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগোষ্ঠী অংশগ্রহণ করেন।সমাবেশে সম্মানীত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি।আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো.আসলাম হোসেন, পুলিশ সুপার মো.জাকির হোসেন মজুমদার,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.ইসমাইল,মোস্তফা জামাল,ফাতেমা পারুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ জান্নাত রুমি,ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা,বাথোয়াইচিং মার্মা,মিন্টু কুমার সেন,ফরিদুল আলম,ত্রিপুরা নেতা ফিলিপ ত্রিপুরা,অজাহা ত্রিপুরা, ধর্মচরণ ত্রিপুরা,ধূর্যধন ত্রিপুরা সহ আওয়ামীলীগ নেতাকর্মী,সাংবাদিক ও ১১টি সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে আকিরাম পাড়ায় ২ সহস্রাধিক মানুষের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।অপরদিকে,বিকাল ৪টায় লামার চাম্পাতলী আনসার মাঠে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০১৮ইং এর উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!