এই মাত্র পাওয়া :

জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্ণামেন্টে লংগদু ইউপি একাদশ চ্যাম্পিয়ন


প্রকাশের সময় :২০ মার্চ, ২০১৮ ৪:০৯ : পূর্বাহ্ণ 828 Views

স্পোর্টস নিউজ ডেস্কঃ-রাঙামাটির লংগদুতে ব্যাপক উৎসবমুখর পরিবেশে জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হয়েছে। এতে লংগদু ইউপি একাদশ চ্যাম্পিয়ন ও খেদারমারা ইউপি একাদশ রানার্স আপ হয়েছে।
সোমবার বিকাল সাড়ে তিনটায় লংগদু উপজেলা পরিষদের মাঠে জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে লংগদু ইউপি একাদশ বনাম বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউপি একাদশ মুখোমুখি হয়। খেলায় লংগদু ইউপি একাদশ খেদারমারা ইউপি একাদশকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লংগদু ইউপি একাদশের খেলোয়াড় হেলাল উদ্দিন।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লংগদু সেনাজোনের জোন কমান্ডার লেঃকর্ণেল আঃআলীম চৌধুরী এসজিপি,পিএসসি,প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়াড়দের নিকট প্রাইজমানি ও ট্রপি প্রদান করেন।এসময় তিনি বক্তব্যে বলেন,এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।শান্তি শৃঙ্খলা বজায় থাকলে এলাকায় উন্নয়ন হয়।ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সুলব খেলা উপহার দেওয়ার জন্য জোন কমান্ডার সকল খেলোয়াড়দের প্রতি বিশেষ ধন্যবাদ জানান।
এই টুর্ণামেন্টে লংগদু উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে এবং বাঘাইছড়ি উপজেলা থেকে একটি ইউনিয়ন মোট ছয়টি টিম অংশ নেয়।বিগত বছরের তুলনায় এইবারের টুর্ণামেন্ট আয়োজন ব্যাতিক্রমী, বর্ণিল ও বৈচিত্রপূর্ণ।জোন সূত্র জানায়, খেলায় অংশ গ্রহনের জন্য প্রত্যেক ইউনিয়নের টিমের জন্য ১৮ জোড়া,রেপারী ও সহকারী রেপারীদের জন্য ৩জোড়া,ছোট ছোট বাচ্ছাদের জন্য ২৬জোড়া এবং স্কাউটের জন্য এক জোড়া সর্বমোট ১৩৮ জোড়া জার্সি লংগদু জোনের সৌজন্যে প্রদান করা হয়।খেলা পরিচালনাকারী কমিটি ও গন্যমান্য ব্যাক্তিদের জন্য ৩৫টি গেঞ্জি প্রদান করা হয়।স্থানীয় স্কাউট দলের সাহায্যে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী খেলা।সাদা পতাকাবাহী ২২জন শিশু স্কাউটের একটি মনোমুগ্ধকর ব্যান্ডের তালে তালে খেলোয়াড়দের নিয়ে মাঠে প্রবেশ করেন।টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃতোফাজ্জল হোসেন,বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃআসিফ,লংগদু থানা অফিসার ইনসার্জ রঞ্জন কুমার সামন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা, সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান,লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃএখলাস মিঞা খান ও জোনের বিভিন্ন সেনা কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।টুর্ণামেন্টের খেলা দেখতে মাঠের চতুর পাশে অন্তত পাঁচ হাজার দর্শক সমাগম হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর