বাংলাদেশ ক্রিকেট দলকে পার্বত্য প্রতিমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন 


প্রকাশের সময় :১৭ মার্চ, ২০১৮ ৯:০৪ : পূর্বাহ্ণ 755 Views

বান্দরবান অফিসঃ-ত্রিদেশীয় টি-টোয়েন্টি নিদাহাস ট্রফির লীগ পর্বের টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে টাইগার বাহিনী।পার্বত্য প্রতিমন্ত্রী অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়,কোচ এবং কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন,এই জয়ের ফলে সারা দেশের মানুষের সাথে সবুজে ঘেরা পাহাড়ি জনপদের আপামর জনসাধারণও ভীষণ আনন্দিত এবং উদ্বেলিত।এসময় তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস টুর্নামেন্টের ফাইনালে খেলাতেও জিতে আসবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।প্রসঙ্গত, শেষ ওভারে প্রয়োজন ১২ রান।টান টান উত্তেজনা।দ্বিতীয় বলে রানআউট হয়ে গেলেন মোস্তাফিজুর রহমান।স্ট্রাইকে থাকলেন মাহমুদউল্লাহই।তৃতীয় বলেই মারলেন বাউন্ডারি। চতুর্থ বলে দুই রান।আর প্রয়োজন ৬ রান।পঞ্চম বলে ইসুরু আদানাকে ছক্কা মেরেই বাংলাদেশকে ২ উইকেটের ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ৭০তম জাতীয় দিবসের টুর্নামেন্ট নিদাহাস ট্রফির ফাইনালে উঠে গেলো বাংলাদেশ।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!