শিরোনাম: আলীকদম প্রেসক্লাব সভাপতির অনিয়ম–দুর্নীতির অভিযোগে স্মারকলিপি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বঃ ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবদিহিমূলক নিরপেক্ষ নির্বাচন আয়োজনই সরকারের একমাত্র লক্ষ্যঃ ডিসি শামীম আরা রিনি যুবসমাজকে সুস্থ রাখতে হলে ক্রীড়ার বিকল্প আর কিছু নাইঃ রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা পেলো অসহায়,দরিদ্র ও দুস্থ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবেঃ ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল

শেষ পর্যন্ত বিচ্ছেদই মেনে নিলেন অপু বিশ্বাস


প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৫৭ : অপরাহ্ণ 939 Views

বিনোদন নিউজ ডেস্কঃ-ভেঙে গেল চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের সংসার। অবশেষে শাকিব খানের বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্ত্রী অপু বিশ্বাস।সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের পারিবারিক আদালতে এই তারকা দম্পতির বিয়ে বিচ্ছেদ নিয়ে দ্বিতীয় সালিশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তার আগেই অপু বিশ্বাস জানিয়ে দেন,শাকিব খানের বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি।যে জন্য দ্বিতীয় সালিশে যাওয়ার আর কোনো দরকার আছে বলে মনে করেন না তিনি।এর কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, ‘দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রখতে হলে একে-অপরের প্রতি আস্থা থাকতে হয়।মনের মিল না হলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।একজন স্ত্রীর পক্ষে যা কিছু মেনে নেওয়া সম্ভব,তা মানার চেষ্টা করেছি আমি।তারপরও শাকিব তার সিদ্ধান্তে অনড় থেকেছে।শাকিব যেটা ভালো মনে করেছে,সেটাই করেছে।আমিও তাই ডিভোর্স মেনে নিয়েছি।’ গত বছরের ২২ নভেম্বর অপু বিশ্বাসের বাসার ঠিকানায় তালাকনামা পাঠান শাকিব খান।তালাকের কারণ হিসেবে নোটিশে বলা হয়,অপু বিশ্বাস শাকিবের পছন্দের সীমার মধ্যে থাকেননি।সম্প্রতি তাদের সন্তানকে গৃহপরিচারিকার কাছে রেখে দেশের বাইরে যান অপু।চিত্রনায়িকা অপু আরও বলেন, ‘সবাইকে কোনো না কোনো কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়।আমার এখন একটাই অবলম্বন—অাব্রাম।তাকে নিয়েই আগামী দিনগুলো নতুন করে সাজাতে চাই।’ এদিকে,শাকিব এখন শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছেন।তার পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান,আইন অনুযায়ী ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর তালাক কার্যকর হবে।এর পর শাকিব দেনমোহরের টাকা পরিশোধ ছাড়াও প্রতি মাসে সন্তানের খরচ বাবদ অপুকে এক লাখ টাকা প্রদান করবেন।উল্লেখ্য,২০০৬ সালে চলচ্চিত্রে শাকিব-অপু জুটির যাত্রা শুরু।২০০৮ সালের ১৮ এপ্রিল দুজনে গোপনে বিয়ে করেন এবং গত সেপ্টেম্বরে কলকাতায় তাদের পুত্রসন্তানের জন্ম হয়।কিন্তু বিয়ে ও সন্তানের বিষয়টি তারা গোপন রেখেছিলেন।এরপর গত ১০ এপ্রিল সন্তান কোলে টেলিভিশন লাইভে এসে নাটকীয়ভাবে এ বিষয়ে মুখ খোলেন অপু।শুরুতে এ নিয়ে শাকিব নানা কথা বললেও পরে মিটমাট করে ফেলেন।কিন্তু বিয়ের খবর প্রকাশের ৯ মাসের মাথায় অপুকে তালাকনামা পাঠান শাকিব।অপু ৭২টি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন; যার মধ্যে বেশিরভাগ ছবি ব্যবসা সফল।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর