এই মাত্র পাওয়া :

মানববন্ধনেই বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি


প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০১৮ ১:০০ : অপরাহ্ণ 1667 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করছে বিএনপি। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টা থেকেই মানববন্ধন শুরু করেন দলটির নেতাকর্মীরা।বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।নেতাকর্মীরা ‘বন্দি আছে আমার মা,ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন-বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগানে দিচ্ছেন।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম,জয়নাল আবদীন ফারুক,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,রুহুল কুদ্দুস তালুকদার দুলু,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ,শহীদুল ইসলাম বাবুল,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার,যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান,ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানসহ হাজারো নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন।২০ দলীয় জোটের শীষ নেতারাও মানববন্ধনে অংশ নিয়েছেন।বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক,বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়াসহ জোটের নেতারা এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ উপস্থিত রয়েছেন।এদিকে মানববন্ধনকে ঘিরে প্রেসক্লাবের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর