শিরোনাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার উপলক্ষে বিশেষ ভর্তি মেলা বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় ডাম্পার চালক নিহত ১ হাজার লাল গোলাপ পেয়ে বিস্মিত উপস্থাপিকা ও ব্যবসায়ী ইসরাত পায়েল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করছে সরকার বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন সরকারি শিশু পরিবারে নিবাসীদের অভিবাবক সমাবেশ,পিঠা উৎসব ও বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠিত রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা

লামায় বৃক্ষ ও বন জরিপ তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :৫ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:০৫ : অপরাহ্ণ 1073 Views

লামা প্রতিনিধিঃ-লামায় বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বন অধিদপ্তর, এফএও,ইউএসএআইডি ও সিলভাকার্বন এর যৌথ আয়োজনে সোমবার (৫ ফেব্রুয়ারী) লামা বিভাগীয় বন কর্মকতার কার্যালয়ের রেষ্ট হাউজে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই তথ্য বিনিময় সভা চলে।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী,বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ,সহকারী বন সংরক্ষক মো.সোহেল রানা, এফএও এর ন্যাশনাল কনসালটেন্ট রাজীব মাহমুদ, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,জাকের হোসেন মজুমদার,ছাচিং প্রু মার্মা,মো.ফরিদ উদ্দিন।এছাড়া মৌজা হেডম্যান,কারবারী,জনপ্রতিনিধি, সাংবাদিকরা সভায় অংশ নেয়।বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন,বাংলাদেশে বৃক্ষ ও বন জরিপ সস্পর্কে অবহিতকরণ,জরীপে সকলের সহযোগিতা প্রত্যাশা এবং বৃক্ষ ও বন জরীপ বিষয়ে সকলের কাছে ধারনা প্রদানের লক্ষ্যে এই জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভার আয়োজন করা হয়েছে।উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন,সারা দেশে ১৮৫৮টি প্লট পরিমাণ করে এই জরীপ কার্যক্রম চলছে।১২টি দল মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহ করবে এবং ৪টি দল মান নিয়ন্ত্রণে কাজ করবে।এফএও এর কারিগরী সহায়তায় এ জরীপে অর্থায়ন করছে আর্ন্তজাতিক সংস্থা ইউএসএআইডি।উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন,জীববৈচিত্র্য সংরক্ষণ,পতিত পাহাড়/জমিকে বৃক্ষাচ্ছদনের আওতায় আনা, পানির উৎস সমূহ ব্যবস্থাপনা,বনজ সম্পদ হতে রাজস্ব সংগ্রহ,মাটির অবক্ষয় হ্রাস,ইকো ট্যুরিজম উন্নয়ন সহ নানান উদ্দেশ্য সামনে রেখে সরকার এই জরিপ কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর